মেহেরপুরে ফেনসিডিল বহনের অভিযোগে মো. বকুল মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১৯৭ বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে র্যাব-১২ এর সিপিসি-৩, মেহেরপুর কোম্পানির একটি দল।
মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের গোরস্থানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার আসামি বকুল মিয়া (৪২) ওই গ্রামের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-১২ এর সিপিসি-৩, মেহেরপুর কোম্পানির কমান্ডার মনিরুজ্জামান জানান, কদমতলা-গোরস্থানপাড়া সড়কের মুছাদ আলীর বাড়ির দক্ষিণ পাশে অভিযান চালিয়ে বকুল মিয়াকে আটক করা হয়। এরপর তাকে মুজিবনগর থানা পুলিশে সোপর্দ করা হয়।
আসামির বিরুদ্ধে মুজিবনগর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।