রাজধানীর মোহাম্মদপুরে মাথায় রড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার রাতে ঘটনাটি ঘটে।
রাজধানী মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিং লিমিটেডের একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় মোহাম্মদ হাসান (৪৫) নামে এক পথচারীর মাথায় রড পরে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়রা শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গুলিস্তানে বিআরটিসি বাসের ধাক্কায় ৮ বছরের শিশুর মৃত্যু
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মোহাম্মদ হাসানকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী শফিকুর রহমান বলেন, শনিবার রাতে তিনি মোহম্মদিয়া হাউজিং জামে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় সাত মসজিদ হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় একটি রড ছিটকে তার মাথার উপর পড়ে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারায়। বর্তমানে সাত মসজিদ হাউজিংয়ে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি এবং ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।