ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তেলবাহী লরির ধাক্কায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মাহিন্দ্রার দুই যাত্রী নিহত ও আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঈশ্বরগঞ্জ পৌর সদরে রহমতগঞ্জ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে আব্দুল সাত্তার ও ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় চরনিখলা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রবিন মিয়া। এসময় আহত হন মাহিন্দ্রা ড্রাইভার আকাশ মিয়া ও যাত্রী শাহিনা পারভীন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জহামী একটি যাত্রীবাহী মাহিন্দ্রা ময়মনসিংহ-কিশোরগঞ্জের আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর সদরে রহমতগঞ্জ এলাকায় যাত্রী নামাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহের দিক থেকে আসা দ্রুতগামী একটি তেলবাহী লরি মাহিন্দ্রাটির পেছনে ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন চার যাত্রী।
আরও পড়ুন: যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সাত্তার সামের একজনকে মৃত ঘোষণা করেন। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে রবিন মিয়া নামের আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফরিদ আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর লরিটি এবং দুর্ঘটনা কবলিত মাহিন্দ্রাটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে লরির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত