যশোরে ডিবি পুলিশ পরিচয়ে মানুষকে হয়রানি এবং প্রতারণার মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে দুর্জয় বাবু ঘোষ নামে এক যুববকে গ্রেপ্তার করেছে যশোর জেলা ডিবি পুলিশ।
এসময় তার কাছ থেকে ওয়াকিটকি সেট (ওয়ার্লেস) সহ দেশি-বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) যশোর জেলা ডিবি পুলিশের পাঠানা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার দুর্জয় বাবু ঘোষ (২২) যশোর শহরের হাজী মোহাম্মদ মহসিন রোড (বড় বাজার) এলাকার চিত্তরঞ্জন ঘোষের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্জয় বাবু ঘোষ নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানিসহ বিভিন্ন রকমের আর্থিক সুবিধা নিচ্ছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। শুক্রবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুর্জয় বাবুর বাড়ি থেকে একটি কালো রঙের ওয়াকিটকি সেট (ওয়ার্লেস), দুইটি চাইনিজ কুড়াল, দুইটি ফালার মাথা, একটি হাসুয়া, একটি ছুরি, একটি রিফ্লেটিং ভেস্ট, চার জোড়া হ্যান্ডকাফ, পাঁচটি রাবার বুলেট, একটি শটগানের (লেডবল) কার্তুজ, বারটি শটগানের বিস্ফোরিত কার্তুজ জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান বাদী হয়ে দুর্জয় বাবু ঘোষের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।