যশোরে প্রথমবারের মতো লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ দিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর।
যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অমিতাক্ষরে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আয়োজিত লটারি অনুষ্ঠানের মাধ্যমে এই ডিলার নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ প্রাপ্ত ডিলাররা হলেন— ১ নম্বর ওয়ার্ডে কামরুল হাসান টুটুল, ২ নম্বর ওয়ার্ডে শেখ আলী আকবর, ৩ নম্বর ওয়ার্ডে ঘোপ সেন্ট্রাল রোডের রাজুর মোড়ের বাবর আলী, ৪ নম্বর ওয়ার্ডে সালমা, ৫ নম্বর ওয়ার্ডে হাসেম আলী, ৬ নম্বর ওয়ার্ডে ইয়াসিন আলী, ৯ নম্বর ওয়ার্ডে এটিএম মঈনুল ইসলাম ও বিসিক শিল্প নগরীতে ইফতিয়ার রহমান।
এ ছাড়া ৬ নম্বর ওয়ার্ডের পিটিআই রোড এলাকা, ৭ নম্বর ওয়ার্ডের টিবি ক্লিনিক এলাকা এবং ৮ নম্বর ওয়ার্ড এলাকার উপস্থিত ব্যক্তিবর্গের আপত্তির ফলে ডিলার নিয়োগ স্থগিত করা হয়।
ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মকর্তা সেফাউর রহমান, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সেলিমুজ্জামান অন্যান্য কর্মকর্তারা।