রাজধানীর শুক্রাবাদ এলাকার রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী নিপা আক্তার (৩০) ও তাদের তিন বছরের ছেলে মো. বায়েজিদ।
জানা যায়, ভোরে নিপা রান্নাঘরের চুলায় আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে তারা আহত হন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কর্মীর মৃত্যু
পরে তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় বলে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম জানান।
আহতদের মধ্যে টোটানের ৫০ শতাংশ, নিপা ৩২ শতাংশ ও তাদের শিশু ৪৫ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।
চিকিৎসক বলেন, প্রয়োজনে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হবে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ১২ শ্রমিক