রাজশাহী নগরীতে ইটবোঝাই ভটভটির ধাক্কায় সাইকেল আরোহী মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভদ্রা-তালাইমারি সড়কে বাবুল ফিলিং স্টেশনের সামনের এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম কামাল হোসেন (৫৫)। দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ি গ্রামে তার বাড়ি। তিনি সাইকেলে বেঁধে ঝুড়িতে করে মুরগির ব্যবসা করতেন।
আরও পড়ুন: চাঁদপুরে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৩
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ইট বোঝাই পাওয়ার ট্রলি ভদ্রা মোড় থেকে তালাইমারীর দিকে আসার পথে একই দিক থেকে আসা বাইসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে সাইকেল আরোহী কামাল হোসেন নিহত হন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, ঘটনার পর ভটভটি ফেলে পালিয়ে যান চালক। ভটভটি চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের লাশ মর্গে রয়েছে।
এছাড়া পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে শিশু নিহত, আহত ১০