রাজশাহী
রাজশাহীতে তেলের দোকানে আগুন, ৮ দোকান পুড়ে ছাই
রাজশাহীর বাগমারায় তেলের দোকানে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে।
রবিবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার তাহেরপুর পৌরসভার বাছিয়া পাড়ায় পদ্মা ওয়েলের লরি বিস্ফোরণে এ আগুন লাগে। এ সময় আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, আগুনে সেখানকার ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি বলেন তেলের ব্যবসায়ী আলিফ হোসেন।
স্থানীয়রা জানায়, তাহেরপুর বাজারে আলিফ হোসেনের তেলের দোকান আছে। তিনি ব্যারেলে জ্বালানি তেল রেখে বিক্রি করেন। বিকালে এই দোকানে তেল দিচ্ছিল পদ্মা অয়েলের একটি ট্যাংকার ট্রাক। এ সময় ট্রাকটিতে আগুন লেগে যায়। এক পর্যায়ে ট্রাকে বিস্ফোরণ হয়। এরপর তেলের ডিপোসহ আরও সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ইব্রাহিম জানান, খবর পেয়ে বাগমারা ও দুর্গাপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তার আগেই ট্যাংকার ট্রাকটি আগুনে পুড়ে যায়। এছাড়া আগুনে তেলের ডিপোসহ মোট আটটি দোকান পুড়ে গেছে।
তিনি জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে খাবারের হোটেল, মুদি দোকান ও ওয়ার্কশপ ছিল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে শুধু তেলের দোকানেরই প্রায় ৪০০ ব্যারেল তেল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ধারণা করছেন, ট্যাংকার ট্রাক থেকে ব্যারেলে তেল দেওয়ার সময় সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়।
১ দিন আগে
রাজশাহীতে বাসচাপায় দম্পতিসহ তিনজন নিহত
রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে উপজেলার শিবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুঠিয়ার কান্দ্রা গ্রামের আবু হানিফ, তার স্ত্রী ফাতেমা খাতুন ও ফাতেমার বোন যুথি খাতুন।
শিবপুরের পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন জানান, নিহত তিনজন মোটরসাইকেল করে রাজশাহী থেকে বাড়ি ফিরছিলেন। পথে শিবপুর এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি বাস তাদের চাপা দিলে গুরুতর আহত হন তারা।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১
প্রায় সঙ্গে সঙ্গে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ফাতেমারও মৃত্যু হয়।
এসআই ফিরোজ জানান, বাসটি শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ দেখছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৩ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
রাজশাহীর বাস শ্রমিকদের বাধার মুখে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
চাঁপাইনবাবগঞ্জের বাস শ্রমিক ইউনিয়নের নেতা আনোয়ারুল ইসলাম আনার জানান, রাজশাহীতে সিএনজি ও অটোরিকশা চালকদের সঙ্গে বাস চালকদের মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দেন শ্রমিকরা।
এতে চাঁপাইনবাবগঞ্জ থেকেও রাজশাহী রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহীর ওপর দিয়ে ঢাকাগামী দূর পাল্লার বাসও চলতে দেওয়া হচ্ছে না।
বিষয়টি শ্রমিক ফেডারেশনকে জানানো হয়েছে বলে জানান তিনি।
১ সপ্তাহ আগে
শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দৈনন্দিন জীবনযাত্রা
দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা দ্রুত কমে গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গাসহ উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার এই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ঘন কুয়াশাও থাকবে অনেক এলাকায়।
আবহাওয়া অফিস জানায়, উত্তরের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: রবিবার সকালে ঢাকার বাতাসের মান 'খুব অস্বাস্থ্যকর'
পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় উপমহাদেশের উচ্চচাপ বলয়ের প্রভাবে শৈত্যপ্রবাহ তৈরি হচ্ছে।
এদিকে, উত্তর বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি স্থানীয় আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে।
আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি গড় তাপমাত্রার চেয়ে কম রয়েছে বাংলাদেশে।
আগের আবহাওয়ার ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, দেশে ডিসেম্বরের সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তবে বেশ কয়েকটি জেলায় বর্তমান তাপমাত্রা এক অংকে নেমে এসেছে। এরই মধ্যে তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলে ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবারের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আন্তর্জাতিক সংস্থাগুলোও ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ডিসেম্বরে সাধারণত বছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হয়।
বাসিন্দাদের ঠান্ডা থেকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষত রাতে ও ভোরের দিকে।
আরও পড়ুন: সারাদেশে শুষ্ক আবহাওয়া, কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত
১ সপ্তাহ আগে
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
রাজশাহীর পবা উপজেলার হরিয়ানা রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল আনুমানিক ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহত নারীর পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
দুর্ঘটনার বিষয়টি রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, ‘শনিবার ভোরে রাজশাহী থেকে মধুমতী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে হরিয়ান সুগার মিল সংলগ্ন রেল ক্রসিং এলাকায় ওই নারী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা পিবিআই ও সিআইডিকে জানিয়েছি। তারা এলে হয়তো পরিচয় পাওয়া যাবে। তারা এলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু
৩ সপ্তাহ আগে
রাজশাহীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে বাসচাপায় আশরাফুল ও নাজমুল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের অভয়া-কামারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিলেটে চা বাগান কর্মচারীর লাশ উদ্ধার
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের আশরাফুল ইসলাম এবং একই গ্রামের নাজমুল হক।
গোদাগাড়ী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাহবুবুর রহমান নয়ন বলেন, মোটরসাইকেল করে আশরাফুল ও নাজমুল রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে প্রাণ হারান ওই মোটরসাইকেলের দুই আরোহী।
গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, লাশ দুটি পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পর লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: পদ্মায় নিখোঁজের ৫১ ঘণ্টা পর পুলিশ সদস্যের লাশ উদ্ধার
১ মাস আগে
রাজশাহীতে বিদ্যুতায়িত-পুকুরে ডুবে ২ জনের মৃত্যু
রাজশাহীর তানোরে বিদ্যুতায়িত হয়ে আবুল বাসার ও পুকুরের পানিতে ডুবে বকুল হোসেনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টেবর) রাতে মুন্ডুমালা বাজার এলাকায় এবং শুক্রবার (১ নভেম্বর) সকালে সাদিপুর এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুতের ফাঁদে বন্যহাতির মৃত্যু, আটক ১
আবুল বাসার (৫৫) মুন্ডুমালা গ্রামের মৃত ইউনুস আলী সরদারের ছেলে এবং বকুল হোসেন (১৬) ওই এলাকার মৃত মোস্তফা আলীর ছেলে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে মুন্ডুমালা বাজার এলাকায় আবুল বাসার নিজের মার্কেটে পানির পাম্প চালু করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান।
তিনি আরও বলেন, অপরদিকে শুক্রবার উপজেলার সাদিপুর এলাকায় বকুল হোসেন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে।
দুইজনের প্রাণহানির ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে জানান ওসি মিজানুর রহমান।
আরও পড়ুন: মতলবে পানিতে ডুবে যমজ ২ ভাইয়ের মৃত্যু
১ মাস আগে
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২
রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ভুটভুটির (ইঞ্জিন চালিত ভ্যান) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে মো. পলাশ (২১) ও রানীনগর উপজেলার তালিমপুর গ্রামের মৃত তোতা হাজির ছেলে আব্দুল কুদ্দুস (৪০)। এদের মধ্যে পলাশ সেনাবাহিনীর সৈনিক ও আব্দুল কুদ্দুস মসজিদের ইমাম। তারা দুইজন সিএনজির যাত্রী ছিল।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, নওগাঁগামী সিএনজি অটোরিকশা মোহনপুর উপজেলার সইপাড়ায় পৌঁছলে একটি মাহেন্দ্রাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজির যাত্রী পলাশের মাথায়, ডান হাত, মুখ, ডান পায়ে এবং আব্দুল কুদ্দুসের মাথা ও ডান হাতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভুটভুটি চালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
১ মাস আগে
রাজশাহীতে বাসচাপায় শিশুর মৃত্যু
রাজশাহীতে মায়ের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামার সময় বাসচাপায় মারিয়া আক্তার যুঁথি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ভদ্রা মোড়ে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ভদ্রা এলাকায় বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু
মারিয়া নগরীর মেহেরচণ্ডী এলাকার হাসান মোল্লার সন্তান।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, মায়ের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামার সময় বাসচাপায় মারিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তবে বাস ও চালককে আটক করা যায়নি। সিসি ক্যামেরা দেখে বাসটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১২
১ মাস আগে
রাজশাহীতে ছুরিকাঘাতে যুবলীগ কর্মীর মৃত্যু
রাজশাহী মহানগরীতে মীম নামে যুবলীগের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মীম (২৫) রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর এলাকার আব্দুল মোমিনের ছেলে।
জানা গেছে, শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে রক্তাক্ত অবস্থায় তাকে রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। হাসপাতালের ট্রলিম্যানরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ওয়ার্ডে স্থানান্তর করেন। সেখানে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল বলে জানান চিকিৎসকরা।
মীম গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর দুই হাতে গুলি চালানো যুবলীগ নেতা রুবেলের নিকটাত্মীয় ও সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে আসামির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) তাজমুল ইসলাম জানান, প্রাথমিকভাবে যতদূর জানা গেছে, নিহত মীম যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। হত্যাকাণ্ডের তদন্ত করছে পুলিশ। শিগগিরই পুরো ঘটনা জানা যাবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
১ মাস আগে