রাজশাহী
ভুট্টাখেতে মিলল কৃষকের লাশ
রাজশাহীর বাঘায় ভুট্টাখেত থেকে শফিকুল ইসলাম নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) চর কালিদাশখালীর আমবাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শফিকুল ইসলাম চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ফজল শেখের ছেলে। শফিকুলের ছোট দুইটি সন্তান রয়েছে। এক ছেলে (৪) ও এক কন্যাসন্তান (১)।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান শফিকুল। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। পরে হাবলু নামের এক মাঠ পাহারাদার রক্তাক্ত অবস্থায় শফিকুলকে পড়ে থাকতে দেখে তার ভাগনে আবদুল হালিমকে খবর দিলে আহত অবস্থায় উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের লাশ উদ্ধার
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও অপরাধী শনাক্তে পুলিশ কাজ করছে।’ ‘লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে’ বলেন তিনি।
২ দিন আগে
রাজশাহীতে ট্রাকের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের বহনকারী বাসের সংঘর্ষে নিহত ৩
রাজশাহী নগরীর উপকণ্ঠে খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ট্রাকের সঙ্গে জামায়াতের সফররত দুইটি বাসের সংঘর্ষ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত অর্ধশত জামায়াতের নেতা-কর্মী।
রবিবার(৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সংঘর্ষে একটি বাস ছিটকে রাস্তার পাশের খাদে পানির মধ্যে উল্টে এসব হতাহতের ঘটনা ঘটে।
নিহতরাা হলেন— জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের ঘোড়া পাখিয়া গ্রামে।
আরও পড়ুন: লোহাগাড়ায় সড়কে নিহত বেড়ে ১১, শিশু আরাধ্যাকে ঢাকায় স্থানান্তর
আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতারা।
৬ দিন আগে
রাজশাহীতে বাসচাপায় অটোরিকশার নারী যাত্রী নিহত
রাজশাহী পবা উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশার এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ চারজন।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হরিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আরও পাড়ুন: যশোরে বাসচাপায় বাবা-মেয়ে নিহত, হাসপাতালে আরেক মেয়েসহ মা
নিহত নারীর নাম শারমিন (২৫)। সে পার্শ্ববর্তী গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ চারজন আহত হয়েছেন। আহতদের সংকটাপন্ন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাসটি ঘটনাস্থলে ফেলে বাসের চালক এবং তার সহযোগীরা পালিয়েছেন।
৭ দিন আগে
রাজশাহীতে ব্যবসায়ীকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত
রাজশাহীর বাগমারা উপজেলার রণশিবাজার এলাকায় শত্রুতার জেরে এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে অভিযুক্ত যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতার কাছে দুই পুলিশ সদস্যও আহত হন। আহত দুই পুলিশ সদস্য স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতরা হলেন- নওগাঁর আত্রাই উপজেলার গোঁলাবাড়ি গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৩৩) ও একই গ্রামের আমিনুল ইসলাম (৩১)।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আবদুর রাজ্জাক উপজেলার রনশিবাড়ি বাজারের নজরুলের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে আমিনুল ইসলাম দোকানের ভেতরে ঢুকে আবদুর রাজ্জাককে ছুরিকাঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করে দৌড় পালানোর চেষ্টা করেন।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
ওসি বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন আমিনুলকে ধাওয়া করে। একপর্যায়ে তিনি রনশিবাড়ি গ্রামের আবদুর রশিদের বাড়িতে আশ্রয় নেন। ক্ষুব্ধ লোকজন বাড়িটি ঘিরে রাখেন। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্ষুব্ধ লোকজন বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। বাধা দিলে উপপরিদর্শক সাদিকুল ইসলামসহ দুই পুলিশ আহত হন। এরপর লোকজন বাড়ি থেকে বাইরে নিয়ে এসে গণপিটুনির এক পর্যায়ে অভিযুক্ত আমিনুলের মৃত্যু হয়।
স্থানীয়দের বরাতে ওসি আরও জানান, আবদুর রাজ্জাক মাছ ব্যবসায়ী। আমিনুল ইসলাম বখাটে ও মাদকাসক্ত হিসেবে পরিচিত।
চার দিন আগে এক নারীকে আমিনুল মারধর করেন। এ বিষয়ে আত্রাই থানায় সাধারণ ডায়েরি করেন ওই নারী। আব্দুর রাজ্জাক ওই নারীকে থানায় নিয়ে গিয়ে সাধারণ ডায়েনি করাতে সহযোগিতা করে। এ নিয়ে রাজ্জাকের উপর ক্ষুব্ধ হন আমিনুল।
আরও পড়ুন: পিরোজপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, ভাইয়ের পা বিচ্ছিন্ন
৯ দিন আগে
রাজশাহীতে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা নিহত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চাচার হাঁসুয়ার কোপে ভাতিজার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে উপজেলার আঁচুয়া ভাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক নাম কাওসার রকি (২৭)। তার বাবার নাম মজিবর রহমান। ঘটনার পর পালিয়েছেন তার চাচা রবিউল ইসলাম (৩০)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘কাওসার ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদে বাড়ি এসেছিলেন। বিকালে পারিবারিক কলহের জেরে চাচা রবিউল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা রবিউল হাঁসুয়া দিয়ে কাওসারকে কুপিয়ে আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান।’
আরও পড়ুন: চট্টগ্রামে বাস-মিনিবাস সংঘর্ষে নিহত ৫, আহত ১২
‘সেখানে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে কাওসারের মৃত্যু হয়। তখন পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে যান।’
ওসি বলেন, ‘ঘটনার পর পালিয়েছেন চাচা রবিউল ইসলাম। তাকে আটকের চেষ্টা চলছে।’
১১ দিন আগে
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
রাজশাহীর পুঠিয়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারের আবদুর রাজ্জাকের ছেলে মিজানুর রহমান (৩৩) ও একই এলাকার সোলাইমান ইসলামের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় ট্রাক্টরের চালক নিহত
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘ইফতারের আগ মুহূর্তে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন বেলপুকুর রেলক্রসিংয়ের কাছাকাছি এলে ব্যারিকেড ফেলা হয়। কিন্তু মোটরসাইকেলটি ব্যারিকেডের নিচ দিয়ে ঢুকে লাইনে উঠে যায়। আর তখনই ট্রেন চলে এলে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৭ দিন আগে
রাজশাহীতে ডোবা থেকে মাথাবিহীন লাশ উদ্ধার
রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়া এলাকার বিলকুমারি বিলের ডোবা থেকে মাথাবিহীন একটি লাশ করেছে পুলিশ।
রবিবার (১৬ মার্চ) লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, গত ৯ মার্চ রাতে নিজ জমিতে পানি সেচ দিতে গিয়ে নিখোঁজ হন সইপাড়া গ্রামের আলতাফ (৫২) হোসেন। ডোবায় পুঁতে রাখা লাশটি তারই হতে পারে।
স্থানীয়রা জানান, আলতাফকে হত্যা করে লাশটি সেখানে পুঁতে রাখা হয়েছিল। তবে স্থানীয়রা রবিবার দুপুরের দিকে ওই ডোবায় লাশটি দেখতে পান। খবর পেলে পুলিশের একটি টিম ও সিআইডির একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারে করে।
আরও পড়ুন: নদীতে নেমে নিখোঁজ দুই বন্ধুর লাশ উদ্ধার
এদিকে, এ ঘটনার পরে সইপাড়া গ্রামের আলতাফ হোসেনের প্রতিবেশি রুস্তমের ছেলে শরিফুল ও রাসেল এলাকা ছেড়ে পালিয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘লাশটি নিখোঁজ আলতাফ হোসেনের বলেই ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত করে বা পরিবারের সদস্যদের মাধ্যমে চিহ্নিত করার চেষ্টা হবে।’
২৮ দিন আগে
রাজশাহীতে ‘৫ কোটি টাকার’ হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ীতে পাঁচ কেজি হেরোইনসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই নারী হলেন— ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম ও মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু।
পুলিশ জানায়, মৌলভীবাজার থেকে হেরোইন নিতে গোদাগাড়ী এসেছিলেন তাহমিনা। নাজমা তার কাছে হেরোইন হস্তান্তর করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোদাগাড়ী থানা পুলিশ।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সীমানাপ্রাচীর ধসে ২ শ্রমিক নিহত
জব্দ করা ওই মাদকের মূল্য পাঁচ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এরপর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
২৯ দিন আগে
রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ২ জনের মৃত্যু
রাজশাহী নগরী ও তানোর উপজেলায় বিএনপির দুই গ্রুপের পৃথক সংঘর্ষে আহত দুইজনের মৃত্যু হয়েছে। তারা দুজনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহতরা হলেন—তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিনের ভাই গণিউল ইসলাম (বিএনপির কর্মী) এবং গোলাম হোসেন রকি। রকি কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়ায় বাসিন্দা। পেশায় রিকশাচালক রকি রাজশাহী নগরীর দড়িখড়বোনা মহল্লায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানায়, ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি আসার আগে কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে বরণ করতে দুই পক্ষের কর্মী-সমর্থকরা অবস্থান নেন। এ সময় ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মুজিবুর রহমানের কর্মীরা প্রধান অতিথিকে বরণ করতে চাইলে মোমিনের অনুসারী কর্মীরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর আহত গণিউল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘গণিউলের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তিনি মারা যান।’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তানোরের কৃষ্ণপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। তার পরিবারের সদস্যদের মামলা করার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে রাজশাহীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত রিকশাচালক গোলাম হোসেন রকি মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
গত ৭ মার্চ সন্ধ্যায় নগরীর দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। আগের দিন রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান ও তার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা। প্রায় চার ঘণ্টা ধরে চলে ওই সংঘর্ষ। এতে ছুরিকাহত হন রিকশাচালক গোলাম হোসেন।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত, ট্রাকে আগুন
৩২ দিন আগে
রাজশাহীতে আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
রাজশাহী নগরীতে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করানোর চেষ্টাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ এবং সাংবাদিকের একটিসহ আরও দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় শুরু হওয়া এই সংঘর্ষ রাত ১১টা পর্যন্ত চলে।
সংঘর্ষে পুলিশের নগর বিশেষ শাখার (সিটিএসবি) এক সদস্যসহ চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন—মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক লাভলী খাতুন, তার আড়াই বছর বয়সী কন্যা লামিয়া, সিটিএসবি সদস্য তোফাজ্জল হোসেন ও রেলওয়ের কর্মচারী মো. রনি। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়, যার মধ্যে একটি ছিল আজকের পত্রিকার সাংবাদিক জাহিদ হাসান সাব্বিরের। তিনি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে তার মোটরসাইকেল সড়কের পাশে রাখা অবস্থায় অগ্নিসংযোগ করা হয়। তবে অপর দুইটি মোটরসাইকেলের মালিকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মহিলা দলের নেত্রী লাভলী ও তার অনুসারীরা কাদিরগঞ্জ এলাকার একটি বহুতল ভবন ঘেরাও করেন। ওই ভবনের একটি ফ্ল্যাটে পরিবারসহ বসবাস করেন বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ বাবু।
এদিকে লাভলী দাবি করেন, তিনি মোস্তাক আহমেদকে ভবনে ঢুকতে দেখেছেন। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজ ও নিরাপত্তা প্রহরীর খাতায় মোস্তাকের নাম থাকার প্রমাণ পাওয়া গেছে। অভিযান শেষে তার ভাই সাব্বির বাবুকে গ্রেপ্তার করা হলেও মোস্তাক পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাক আহমেদকে না পাওয়ায় মহিলা দল নেত্রী লাভলী মহানগর সাবেক যুবদল নেতা মারুফ হোসেন জীবনকে দায়ী করেন। এতে ক্ষুব্ধ হয়ে মারুফের অনুসারীরা দড়িখড়বোনা এলাকায় লাভলীর বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। এরপর প্রতিশোধ হিসেবে লাভলীর অনুসারীরা মারুফের ব্যক্তিগত কার্যালয়ে হামলা করে ভাঙচুর চালায়।
সংঘর্ষটি দড়িখড়বোনা, উপশহর মোড়, রেলগেট, সপুরা ও শালবাগান এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধারালো অস্ত্র ও হাতবোমার ব্যবহার লক্ষ্য করা যায়। তবে সংঘর্ষের দীর্ঘ সময় পরও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উপস্থিতি দেখা যায়নি। তবে রাত ১১টার দিকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মোটরসাইকেলে দেওয়া আগুন নেভায়।
সংঘর্ষের পর রাতে সাড়ে ১১টার দিকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন মহিলা দল নেত্রী লাভলী। তিনি অভিযোগ করেন, বিএনপিরই একটি গ্রুপ তার বাড়িতে হামলা চালিয়েছে। লাভলী আরও দাবি করেন, আওয়ামী লীগ নেতার ভাই সাব্বিরকে তুলে দেওয়ার আগে তাকে পাঁচ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি ফিরিয়ে দেন। এ কারণে তার বাড়িতে হামলা চালানো হয়।
এ বিষয়ে মারুফ হোসেন জীবনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি ফোনে পাওয়া যায়নি। তবে তার পক্ষ থেকে নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ অস্বীকার করে জানান, সংঘর্ষের কারণ আওয়ামী লীগ নেতা মোস্তাক নন, বরং লাভলীর পরিবারের সঙ্গে রাজনৈতিক বিরোধ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বাড়ানো হয় যৌথবাহিনীর টহল। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়: তারেক রহমান
৩৬ দিন আগে