রাজশাহী
রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতার বাবা নিহত
রাজশাহীর পবায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিবর্ষণে সালাহউদ্দিন মিন্টু নামে এক যুবদল নেতার বাবা মো. আলাউদ্দিন (৬০) নিহত হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকলে কলেজ (রামেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে তিনি মারা যান বলে জানান মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. সংকর কে বিশ্বাস।
তিনি বলেন, ‘গুলিটি তার কমরের ভিতরে থেকে যায়। সেটি বের করার জন্য দুপুরে অপারেশন থিয়েটারে নেওয়া হয় সেখানেই তিনি মারা যান। গুলিতে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল।’
নিহত আলাউদ্দিনের বাড়ি ওই উপজেলার ভুগরইল গ্রামে। তার ছেলে সালাহউদ্দিন মিন্টু নওহাটা পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিহত ৪
নিহতের ছেলে সালাহউদ্দিন মিন্টু জানান, গেল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। এ সময় দরজা ভেদ করে একটি গুলি বাড়িতে ঢোকে। এতে আহত হন তার বাবা আলাউদ্দিন। গুলিটি তার কোমরে লেগেছিল। রাতেই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মিন্টু আরও জানান, তাদের এলাকায় দুপক্ষের টাকা-পয়সা নিয়ে একটা বিরোধ ছিল। এর মীমাংসার জন্য রাতে উভয়পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিল। একপক্ষের একটি ছেলে তার ‘ছোট ভাই’। এ জন্য তিনিও গিয়েছিলেন। থানায় মীমাংসাও হয়ে যায়। এরপর তিনি বাড়ি ফেরেন। এর আধা ঘণ্টা পরেই তার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।
তার ভাইয়ের সঙ্গে ভুগরইল শিহাবের মোড় এলাকার কয়েকজনের বিরোধ চলছিল বলে উল্লেখ করে সালাহউদ্দিন মিন্টু।
তিনি বলেন, ‘১০ থেকে ১২ জন তাদের বাড়ির সামনে এসেছিল। তারা সবাই মাদক কারবারি। তারাই গুলিবর্ষণ করেছে।’
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ‘দুটি পক্ষ থানায় একটি আপস-মীমাংসার জন্য বসেছিল। তারপর নাকি একপক্ষ গিয়ে মিন্টুর বাড়িতে গুলিবর্ষণ করেছে। ঘটনাস্থলটা পড়েছে শাহমখদুম থানা এলাকায়। শাহমখদুম থানা পুলিশ বিষয়টি দেখছেন।’
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘হাসপাতালে অপারেশন থিয়েটারে আলাউদ্দিন মারা গেছেন বলে শুনেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হবে। তবে কারা মিন্টুর বাড়িতে গুলিবর্ষণ করেছে তাদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করছে।’
আরও পড়ুন: মুন্সীগঞ্জে স্পিডবোট-বাল্কহেডের সংঘর্ষে নিহত ২
৫ দিন আগে
সাড়ে ৪ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুতের ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। উদ্ধার হয়েছে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল রেল যোগাযোগ চলাচল স্বাভাবিক হয়।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন জানান, বেলা পৌনে ১১ টার দিকে ট্রেনটি নীলফামারীর চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে উদ্ধার কাজ শেষ হয়। পরে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হয়। ফলে সাড়ে চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ
তিনি আরও জানান, সোমবার ভোর ৬টা ২০ মিনিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর ৬টা ৩৬ মিনিটে সরদহের কাছে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন। সেটি আটকে থাকায় রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, ‘সোমবার সকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ও বিরতিহীন বনলতা এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি। এছাড়া মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে পড়ে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর তিন থেকে চার ঘণ্টা বিলম্বে সব ট্রেন চলাচল করে।
১ সপ্তাহ আগে
বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ
রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে রাজশাহী সরদহ স্টেশনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ২৫ কিলোমিটার যাওয়ার পর বেলপুকুর পার হয়ে সরদহ স্টেশন এলাকায় এসে লাইনচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে রেল কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করতে চেষ্টা করছে।
আরও পড়ুন: ঢাকার আজমপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
তিনি আরও বলেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস, বনলতা ও সিল্কসিটি স্টেশনে আটকা পড়েছে।
সিঙ্গেল লাইন থাকায় উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোনো ট্রেন যাওয়া আসা করতে পারছে না বলেও জানান মামুনুল ইসলাম।
১ সপ্তাহ আগে
রাজশাহীতে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহী নগরীর একটি ছাত্রাবাস থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নগরীর ফুদকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাসের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থী মেহেদী হাসান রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
১ সপ্তাহ আগে
রাজশাহীতে মদ্যপানে ৪ জনের মৃত্যু, অসুস্থ আরও ৪
রাজশাহীতে মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও চারজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে মোহনপুর উপজেলায়এ ঘটনা ঘটে। অসুস্থ চারজনকে রামেক হাসপাতালে নীবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নিহতরা হলেন- মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ আলী, ময়েজ মন্ডলের ছেলে টুটুল, মোংলার ছেলে একদিল ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল।
রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন- দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু, মৃত জাহান আলীর ছেলে আকবর, সাঈদ আলীর ছেলে মোনা ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ‘তার সবাই মদ্যপান করে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন, যাদের মধ্যে হাসপাতালে দুজন মারা যান আর হাসপাতালে পৌঁছানোর আগেই দুজনের মৃত্যু হয়।’
আরও পড়ুন: মাগুরায় অতিরিক্ত মদ্যপানে ২ যুবকের মৃত্যু
জাহানাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, ‘উপজেলা ধোরর্সা গ্রামের হান্নান দেশীয় মদ পটেনসি (কট) ব্যবসায়ী। তার কাছ থেকে মদ কিনে মন্তাজের বাড়িতে বসে মদ্যপান করেন হতাহতরা। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশের অনুমতিতে চারজনের লাশ দাফন করা হয়েছে।’
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, এ ঘটনায় নিহত মন্তাজের ছেলে মাসুম রানা বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- উপজেলার মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল ও ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি। জড়িতদের খুঁজে বের করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।’
১ সপ্তাহ আগে
রাজশাহীতে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
জশাহীর মোহনপুরে অজ্ঞাত গাড়িচাপায় এক মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার বনকুড়া গ্রামের কাউসার, চকবালু গ্রামের কাউসার রহমান ও পলাশ। আহতের নাম সন্তু।
মোহনপুর ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই মোটরসাইকেলে করে চার আরোহী বাড়ির দিকে যাচ্ছিলেন। কালিতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্যজন আহত হন। আহতকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
আহতের অবস্থাও গুরুতর বলে জানান এই কর্মকর্তা।
মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) হৃদয় কুমার পোদ্দার বলেন, ‘লাশগুলো উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
২ সপ্তাহ আগে
রাজশাহীতে অপহৃত নারী চিকিৎসক পাবনায় উদ্ধার, আটক ৩
রাজশাহী থেকে এক নারী চিকিৎসক অপহরণের একদিন পর পাবনা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় জড়িত তিন অভিযুক্তকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে পাবনা শহর থেকে র্যাব-১২ এর একটি দল তাকে উদ্ধার করে। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজন অভিযুক্তকে আটক করা হয়।
এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে ওই চিকিৎসককে অপহরণ করা হয়।
অপহৃত চিকিৎসক (২৬) রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। তার বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি পরিবার নিয়ে নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় থাকেন।
সোমবার ভোরে এই বাসা থেকেই বাবা-মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। ওই চিকিৎসকের বাবাকে পথে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ফেলে রাখে অপহরণকারীরা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহীর বাসা থেকে অপহৃত ওই নারী চিকিৎসককে পাবনা শহর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজন আসামিকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
২ সপ্তাহ আগে
রাজশাহীতে তেলের দোকানে আগুন, ৮ দোকান পুড়ে ছাই
রাজশাহীর বাগমারায় তেলের দোকানে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে।
রবিবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার তাহেরপুর পৌরসভার বাছিয়া পাড়ায় পদ্মা ওয়েলের লরি বিস্ফোরণে এ আগুন লাগে। এ সময় আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, আগুনে সেখানকার ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি বলেন তেলের ব্যবসায়ী আলিফ হোসেন।
স্থানীয়রা জানায়, তাহেরপুর বাজারে আলিফ হোসেনের তেলের দোকান আছে। তিনি ব্যারেলে জ্বালানি তেল রেখে বিক্রি করেন। বিকালে এই দোকানে তেল দিচ্ছিল পদ্মা অয়েলের একটি ট্যাংকার ট্রাক। এ সময় ট্রাকটিতে আগুন লেগে যায়। এক পর্যায়ে ট্রাকে বিস্ফোরণ হয়। এরপর তেলের ডিপোসহ আরও সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ইব্রাহিম জানান, খবর পেয়ে বাগমারা ও দুর্গাপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তার আগেই ট্যাংকার ট্রাকটি আগুনে পুড়ে যায়। এছাড়া আগুনে তেলের ডিপোসহ মোট আটটি দোকান পুড়ে গেছে।
তিনি জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে খাবারের হোটেল, মুদি দোকান ও ওয়ার্কশপ ছিল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে শুধু তেলের দোকানেরই প্রায় ৪০০ ব্যারেল তেল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ধারণা করছেন, ট্যাংকার ট্রাক থেকে ব্যারেলে তেল দেওয়ার সময় সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়।
৪ সপ্তাহ আগে
রাজশাহীতে বাসচাপায় দম্পতিসহ তিনজন নিহত
রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে উপজেলার শিবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুঠিয়ার কান্দ্রা গ্রামের আবু হানিফ, তার স্ত্রী ফাতেমা খাতুন ও ফাতেমার বোন যুথি খাতুন।
শিবপুরের পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন জানান, নিহত তিনজন মোটরসাইকেল করে রাজশাহী থেকে বাড়ি ফিরছিলেন। পথে শিবপুর এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি বাস তাদের চাপা দিলে গুরুতর আহত হন তারা।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১
প্রায় সঙ্গে সঙ্গে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ফাতেমারও মৃত্যু হয়।
এসআই ফিরোজ জানান, বাসটি শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ দেখছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
রাজশাহীর বাস শ্রমিকদের বাধার মুখে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
চাঁপাইনবাবগঞ্জের বাস শ্রমিক ইউনিয়নের নেতা আনোয়ারুল ইসলাম আনার জানান, রাজশাহীতে সিএনজি ও অটোরিকশা চালকদের সঙ্গে বাস চালকদের মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দেন শ্রমিকরা।
এতে চাঁপাইনবাবগঞ্জ থেকেও রাজশাহী রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহীর ওপর দিয়ে ঢাকাগামী দূর পাল্লার বাসও চলতে দেওয়া হচ্ছে না।
বিষয়টি শ্রমিক ফেডারেশনকে জানানো হয়েছে বলে জানান তিনি।
১ মাস আগে