সোমবার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনসুর আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম (৫০) রাজশাহী নগরীর বাসিন্দা।
আরও পড়ুন: কিশোরগঞ্জে কৃষককে দলবেঁধে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশেদ-উন-নবী জানান, ২০১৮ সালের ১৪ মে ভোরে মেয়ের মা কাজে গেলে ঘুমন্ত মেয়েকে (১৪) ধর্ষণ করেন নজরুল। এ ঘটনা কাউকে জানালে তার মাকে জবাই করে হত্যা করা হবে বলেও মেয়েকে হুমকি দেয়া হয়। পরে বিষয়টি জানতে পেরে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি নজরুলের স্ত্রী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন।
আরও পড়ুন: খাস কামরায় আসামি হত্যার দায়ে কুমিল্লায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড
তিনি আরও বলেন, মামলা করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে নজরুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এ কারণে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।
রায় ঘোষণার সময় আসামিকে আদালতের কাঠগড়ায় উপস্থিত করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।