রাজশাহীতে দুই কৃষকের মৃত্যুর তদন্তে কৃষি মন্ত্রণালয় চার সদস্যের একটি প্যানেল গঠন করেছে। মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবু জুবায়ের হোসেন বাবলুকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যেরা হলেন- রাজশাহী জেলার কমিশনার ও ম্যাজিস্ট্রেট আব্দুল জলিল, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নাটোরের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো. শমসের আলী।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২৪ ও ২৭ মার্চ যথাক্রমে দুটি গণমাধ্যমের প্রকাশিত দুটি প্রতিবেদনের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, গত ২৪ মার্চ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘাটু গ্রামের সাঁওতাল সম্প্রদায়ের সদস্য রবি মারাণ্ডি (৩২) ও তার চাচাতো ভাই অভিনাথ মারাণ্ডি (৩০) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর টিউবওয়েল অপারেটর শাখাওয়াত হোসেনের সামনে বিষ পান করেন।
আরও পড়ুন: জমিতে পানি না পেয়ে বিষপানে সাঁওতাল কৃষকের আত্মহত্যা!
ওই দিনই রাত ৯টার দিকে অভিনাথ মারা যান,আর এর দু’দিন পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান রবি।
তাদের পরিবারের দাবি,‘ঈশ্বরপুরে তাদের জমিতে সেচের জল সরবরাহ করার জন্য শাখাওয়াত দীর্ঘদিন ধরে তাদের সিরিয়াল নম্বর না দেয়ায়, এই ক্ষোভ থেকে তারা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে।’
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বিষ পানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: স্ত্রীর স্বীকৃতি না পেয়ে আত্মহত্যা!
ফেসবুক লাইভে স্বামীর নির্যাতনের বর্ণনার দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা!