শুক্রবার সকালে হাসপাতালের ২৩ নং ওয়ার্ড থেকে নবজাতক চুরি হয়।
চুরি হওয়া নবজাতকের বাবার নাম গোপাল রনি দাস রবি। মাতার নাম কমলি রবি দাস। তাদের বাড়ি নগর রাজপাড়া থানার বাগান পাড়া এলাকায়। রবি দাস হাসপাতাল এলাকায় মুচির কাজ করেন।
নবজাতকের স্বজনরা জানান, তিন দিন আগে কমলি রবির কন্যা শিশুর জন্ম হয়েছে। শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা করে সে আবার ঘুমিয়ে পড়ে। সকাল ৯টার দিকে উঠে দেখে বাচ্চা নেই।
আরও পড়ুন: হাসপাতাল ভবনের কার্নিশে ঝুলে ছিল নবজাতকের লাশ
নাটোরে পুকুরে মিলল নবজাতকের লাশ
রূপসা পাড়ে নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় মা আটক
তারা জানান, তিন দিন ধরে এক অপরিচিত নারী তাদের পাশেই ছিল। নগরীর তালাইমারি বাড়ি বলে জানায়। ২৩ নম্বর ওয়ার্ডের ওপর তলায় তার রোগী আছে বলে জানিয়েছিল। বিভিন্নভাবে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে। কিন্তু আজ সকালে কমলি রবি ঘুমিয়ে গেলে এবং তারা না থাকার সুযোগে ওই নারী বাচ্চা নিয়ে পালিয়েছে বলে ধারণা তাদের।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, বিষয়টি জানার পর সাথে সাথে পুলিশকে জানানো হয় এবং হাসপাতালে তল্লাশি করা হয়। কিন্তু এর আগেই শিশুটিকে নিয়ে বের হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তালাইমারি এলাকার এক নারী শিশুটিকে চুরি করেছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ‘হাসপাতালের সিসিটিভির ভিডিও দেখে ওই নারীকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে।’