মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (ক্রাইম অ্যান্ড অ্যানালাইসিস) মুহাম্মদ আয়ুবের নেতৃত্বে পুলিশ সদর দপ্তর গঠিত তদন্ত কমিটির সদস্যরা রায়হানের বাড়িতে যান। এ সময় তারা রায়হানের মা, তার স্ত্রীসহ অন্য স্বজনদের সাথে কথা বলেন।
পরে ব্রিফিংকালে এআইজি মুহাম্মদ আয়ুব জানান, এসআই আকবরের পালিয়ে যাওয়ার সাথে আর কেউ সংশ্লিষ্ট আছেন কি-না সে বিষয়টি তদন্ত করার জন্য তারা সিলেট এসেছেন। তদন্তের অংশ হিসেবেই তারা রায়হানের বাড়িতে এসেছেন এবং তার মা ও স্ত্রীর সাথে কথা বলেছেন।
তিনি জানান, রায়হানের মা ও স্ত্রীর কাছে জানতে চেয়েছেন, এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য আছে কিনা।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, রায়হান হত্যা সম্পর্কে তারা যে তথ্য পেয়েছেন তা এখনো জানানোর সময় আসেনি। তারা এ ব্যাপারে তাদের কর্তৃপক্ষকে জানাবেন।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ। পরদিন সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান।