দুপুরে শুনানি শেষে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন।
আদালতের বিচারক পুলিশের দাখিল করা দুই ভাগে বিভক্ত অভিযোগপত্রের মধ্যে শিশু অপরাধীদের শিশু আদালতে বিচারের জন্য ২২ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেন। সেই সাথে রিফাত হত্যা মামলায় প্রাপ্ত বয়স্ক আসামিদের জন্য পরবর্তী তারিখ ৩ অক্টোবর নির্ধারণ করেন।
এ মামলায় ২৪ জনকে অভিযুক্ত করে ১ সেপ্টেম্বর আদালতে দুই ভাগে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ূন কবির।
যার মধ্যে আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তীতে আয়শা সিদ্দিকা মিন্নি ও ২৪ নম্বর আসামি আরিয়ান শ্রাবন আদালত থেকে জামিন পায়। তবে চার্জশিটভুক্ত ৯ আসামি এখনও পলাতক রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে সাতজন বরগুনা জেলা কারাগারে এবং বাকী ছয়জন যশোর কিশোর সংশোধন কেন্দ্রে রয়েছে।
২৬ জুন সকালে প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাতকে (২২) কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় বরিশাল নেয়ার পর রিফাত মারা যান।