নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়ার নাওড়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় আটজন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে হাজীবাড়ির সামনে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানায়, সাবেক দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
এ সময় গুলিবিদ্ধদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন- আকবর (২৪), তাজেল (৩৬), জয়নাল (৩৫), শামীম (২৫), মুক্তার হোসেন (৬০), নুর হোসেন (২৪), আরিফ (৯) ও রোমান (২০)।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, প্রায় আটজনের মতো হাসপাতালে ভর্তি আছে। আমরা আহতদের চিকিৎসা চলমান রেখেছি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার সাহা জানান, আমরা ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছি। এই ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।