দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের এই ফ্লাইটটি অবতরণ করে বলে জানান বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।
আরও পড়ুন: সিলেট বিমানবন্দরে ১৪টি সোনার বারসহ দুবাই ফেরত যাত্রী গ্রেপ্তার
তিনি আরও জানান, এই ফ্লাইটে আসা ৪৮ যাত্রীর মধ্যে ৪২ জনই সিলেটের। তাদের মধ্যে একটি শিশু রয়েছে। এদিকে বাকি ছয় যাত্রী নিয়ে উড়োজাহাজটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ওসমানী বিমানবন্দর ত্যাগ করে।
সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরে ৪২ জন যাত্রী নামার পরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দরের ভেতরের আনুষ্ঠানিকতা শুরু হয়। বর্তমানে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরপর তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন পালনের জন্য বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে নেয়া হবে।
আরও পড়ুন: সিলেট বিমানবন্দরে ২০ সোনার বার উদ্ধার
এ ব্যাপারে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (কোভিড-১৯) শামমা লাবিবা অর্ণব বলেন, নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনার পর আজই প্রথম ফ্লাইট সিলেটে এসেছে। যাত্রীরা যাতে হোটেলের বাইরে না যেতে পারেন এবং হোটেলে যাতে তাদের স্বজনরা প্রবেশ না করেন তা তদারকি করতে হোটেলগুলোর সামনে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
এদিকে, সিলেট ওসমানী বিমানবন্দরে এ সকল যাত্রীদের পরিবহনের জন্য সোমবার সকাল থেকে বিআরটিসির তিনটি বাস প্রস্তুত রাখা হয়েছে। সরকারের বরাদ্দকৃত এই বাসে করেই ৪২ জনকে হোটেলে নেয়া হবে।
আরও পড়ুন: লন্ডন থেকে সিলেটে পৌঁছেই বাড়ি চলে গেলেন ২০৫ যাত্রী
এরই মধ্যে যুক্তরাজ্যের লন্ডন থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নগরের দুটি হোটেল প্রস্তুত করেছে সিলেট জেলা প্রশাসন। এছাড়াও আরও ৭টি হোটেল প্রাথমিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।
ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জতিক বিমানবন্দরে বিমানের সরাসরি ফ্লাইট আসে। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর ২০২ জন, ২৮ ডিসেম্বর ২০২ জন এবং ৩১ ডিসেম্বর ২৩৭ যাত্রী নিয়ে বিমানের তিনটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে আসে। এই তিনদিন আসা যাত্রীদের মধ্যে যথাক্রমে ১৬৫, ১৪৪ ও ২০২ জন ছিলেন সিলেটের যাত্রী। বাকিরা ঢাকায় চলে যান।
আরও পড়ুন: সিলেট-লন্ডন রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু
গত ২৮ ডিসেম্বর লন্ডন থেকে কেউ দেশে এলে তাকে বাধ্যতামূলকভাবে নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিদ্ধান্তে বলা হয়, যারাই লন্ডন থেকে দেশে আসবেন তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে সরকার এ কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবে। তবে যাত্রীকে সব খরচ বহন করতে হবে। এছাড়া যাত্রীদের চাহিদা অনুযায়ী ভালো মানের হোটেলের ব্যবস্থাও করা হবে। যা নিশ্চিত করবে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।