লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে অজ্ঞাত ভারতীয় নাগরিকের (৫০) গুলিবিদ্ধ লাশ পড়ে আছে।
রবিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয়দের ধারণা, ভোর রাতে গরু নিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।
আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম জানান, উপজেলার দুর্গাপুর চওড়াটারী সীমান্তের ৯২৪ নং মেইন পিলারের ১১ নং সাব পিলার এলাকায় বাংলাদেশ অংশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় জানায়।
তিনি জানান, পরে পুলিশ গিয়ে অজ্ঞাত পরিচয়ের এক ভারতীয় নাগরিকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন। তারা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বডার গার্ড বাংলাদেশের মধ্যে পতাকা বৈঠক আহ্বান করা হলেও লাশ উদ্ধার করা হয়নি। দুই দেশের পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ওসি আরও জানান, পতাকা বৈঠক শেষে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যাবে।