করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ার হাসপাতালে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে সরকারি হিসেবে বগুড়ায় করোনায় ২১১ জনের প্রাণ গেল।
এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসের উপসর্গে হাসপাতালে মারা গেছেন একজন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, রবিবার জেলার দুটি পিসিআর ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এসময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনায় মারা যান তিনজন এবং উপসর্গে প্রাণ হারান একজন।
করোনায় মারা যাওয়ারা হলেন- জেলার শেরপুর উপজেলার মির্জাপুরের আলা উদ্দিন সরকার (৭৮), একই এলাকার মালেকা বেগম (৭৫) ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কালপানি গ্রামের নজরুল ইসলাম (৬৭)। উপসর্গে মারা যাওয়া প্রকাশ (৬০) সিরাজগঞ্জ জেলা সদরের মুজিব সড়কের বাসিন্দা।