যশোরের শার্শার পাঁচভুলোট সীমান্তে দুটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগজিনসহ দুজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।
এর আগে, গতকাল (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে পাঁচভুলোট সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—পাঁচভুলোট গ্রামের বাসিন্দা ইছা সর্দার (৪৫) ও আব্দুল মজিদ (৪২)।
বিজিবি জানায়, ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার করে বাংলাদেশে আনা হচ্ছে বলে গোপন সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে বিজিবর একটি দল পাঁচভুলোট গ্রামের ইছা ও মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন: শার্শায় ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক ২
পরে মজিদের বাড়ির গোয়াল ঘর থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল এবং ইছা সর্দারের বাড়ির আঙ্গিনায় মাটির নিচে পুঁতে রাখা পলিথিনে মোড়ানো অবস্থায় আরও একটি নাইন এমএম বিদেশি পিস্তলসহ দুটি ম্যাগজিন উদ্ধার করে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।