কোটা সংস্কার আন্দোলন থেকে চট্টগ্রামের ষোলশহরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এসময় বাড়ির সামনে রাখা দুটি প্রাইভেটকার ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল ষোলশহর অতিক্রমকালে এ হামলা হয় বলে জানান প্রতক্ষ্যদর্শীরা।
স্থানীয়দের কয়েকজন জানান, ছাত্রদের একটা অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়িটির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ভেতরে ঢুকে বাড়ির নিচে রাখা দুটি গাড়িও ভাঙচুর করে।
তাৎক্ষণিকভাবে অন্যান্য ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
আরও পড়ুন: বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে ‘এক দফা’ দাবি ঘোষণা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এর আগে, নগরীর টাইগারপাস পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনকারীরা। মিছিল থেকে নগরীর ওয়াসা মোড় এলাকায় পেট্রোল পাম্পের পাশে স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসেও অগ্নিসংযোগ করা হয়।