শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে টানা নবম দিনের মতো ফেরি এবং দ্বিতীয় দিনের মতো লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে।
চরম ভোগান্তিতে পড়েছেন এ রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষজন। নদীর দুই পাড়ে শত শত যানবাহনে আটকা পড়েছেন কয়েক হাজার যাত্রী।
বিরূপ আবহাওয়ার কারণে উত্তাল পদ্মায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে বিআইডব্লিউটিএ লঞ্চসহ সব ধরনের ছোট নৌযান চলাচল বন্ধ করে দেয়।
বিআইডব্লিউটি’র সহকারী পরিচালক শাহাদাত হোসেন বলেন, ‘শিমুলিয়া ঘাটে ২ নম্বর সতর্ক সংকেত চলছে। এ সংকেতে লঞ্চ ও স্পিডবোট চলে। কিন্তু নদীর অবস্থা খারাপ, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। পরিস্থিতি একটু ভালো হলে চলাচলের অনুমতি দেয়া হবে।’
বৃহস্পতিবার বিকাল থেকে ছুটির দিন শুক্রবারও বহু মানুষ ঘাটে এসে বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন অনেকে।