শীতজনিত বিভিন্ন রোগে গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ৫ হাজার ৩৮৩ জন আক্রান্ত হয়েছেন বলে শনিবার জানিয়েছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৪০টি উপজেলা থেকে রোগের এ তথ্য পাওয়া গেছে।
এদিকে, গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত শীতজনিত অসুস্থতার কারণে ৫৭ জন মারা গেছেন।
তখন থেকে ৩ লাখ ৯৫ হাজার ২৬০ জন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হন। এর মধ্যে ৬২ হাজার ৭৯৩ জনকে তীব্র শ্বাসকষ্টের জন্য চিকিৎসা দেয়া হয়, আর ১ লাখ ৫২ হাজার ৬৫৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হন বলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম জানিয়েছে।