শেরপুর সদর উপজেলায় আমবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইলেকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের সদর উপজেলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদুর রহমান মাসুদ (১৮) সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মুদি দোকানি মতিউর রহমান মতি মিয়ার ছেলে। তিনি তাতালপুর বি এম টেকনিক্যাল মডেল কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রি-টেস্ট পরীক্ষা দেয়ার জন্য মাসুদ সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কলেজের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে মির্জাপুর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিশকাকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এছাড়া এ সময় ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটিও রাস্তার ওপর উল্টে পড়ে যায়।
শেরপুর সদর থানার ওসি (তদন্ত) বন্দে আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এ ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।