সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা মাছ ধরায় পদ্মা-মেঘনা নদীতে ১০ জেলেকে গ্রেপ্তার করেছে চাঁদপুর নৌ পুলিশ।
আসামিদের মধ্যে ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা ও অন্য তিন জনকে নাবালক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের র্কাযালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল্লাহ সরকার।
আসামিদের সবার বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে ও এদের সবার বাড়ি সদরের তরপুরচন্ডি ও দাসাদী এলাকায়।
শুক্রবার (১৫ মার্চ) রাতে চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ১৫ মার্চ সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সদরের মেঘনা ও পদ্মা নদীর বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ৩টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।
তিনি জানান, জব্দ করা জালগুলো পোড়ানো হয়। নৌকাগুলো নৌ থানার হেফাজতে রয়েছে।
এছাড়া নিয়মিত মামলা করে ৬ জনকে কারাগারে পাঠানো হয় বলেও জানান ওসি।