তারা বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে ফিরে এসেছেন বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে।
বাংলাদেশ কোস্টগার্ডে (পূর্ব জোন) পরিচালক (অপারেশন) লে. কমান্ডার সাইফুল ইসলাম জানান, লাইটারেজ জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ ১২ জনের খোঁজ মিলেছে। তারা সুস্থভাবে ফিরে এসেছেন। আড়াইটার দিকে নাবিকদের বহনকারী নৌকাটি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিজয়নগরে ১৫ নম্বর কর্ণফুলী ঘাট এলাকা দিয়ে পৌঁছেছে।
এর আগে সকাল সাড়ে ৭টায় কয়লা ভর্তি করে ঢাকায় যাওয়ার পথে বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে লাইটারেজ জাহাজ ডুবির ঘটনায় ১২ নাবিক নিখোঁজ হয় বলে জানায় কোস্টগার্ড।
তবে লাইটারেজ জাহাজটি ডুবে যাওয়ার সময় ১২ নাবিক সাগরে লাফিয়ে পড়লে অন্য একটি নৌযান তাদের উদ্ধার করে। পরে নৌকাটি তাদের পতেঙ্গায় পৌঁছে দেয়।
কোস্টগার্ড জানায়, প্রায় এক হাজার ৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি হীরা পর্বত-৮ নামের জাহাজটি সকালে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে সাঙ্গু গ্যাস ফিল্ড এলাকায় গিয়ে উত্তাল সাগরে ঝড়ো হাওয়ার মধ্যে জাহাজটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এক পর্যায়ে সেটি ডুবে যায়।