সাভার, ২৫ সেপ্টেম্বর (ইউএনবি)- সাভারের আশুলিয়ায় ক্রেতা সেজে এক কোটি টাকার জাল নোটসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
বুধবার বিকালে আশুলিয়ার কুটুরিয়ার আমতলা এলাকা থেকে জাল টাকাসহ তাদের আটক করেন র্যাবের সদস্যরা।
আটক ব্যবসায়ীরা হলেন- সেকেন্দার ও নাহিদ।
র্যাব জানায়, দুপুরে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা গোপন সংবাদের ভিত্তিতে টাকা কেনার কথা বলে ক্রেতা সেজে কুটুরিয়ার আমতলা এলাকা থেকে এক কোটি টাকার জাল নোটসহ ওই দুজনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে এক হাজার টাকার একশটি জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়।
আটক দুই জাল নোট ব্যবসায়ী সাভার ও আশুলিয়ায় দীর্ঘদিন ধরে এ ব্যবসা করে আসছিল। তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জাল টাকার মেশিন উদ্ধার করার চেষ্টা চলছে, বলেন কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা।