ঢাকার সাভারে ডিঙি নৌকায় আটকে কলেজছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার(২ ফেব্রুয়ারি) গভীর রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার এলাকা থেকে খুলনা র্যাব-৬ গ্রেপ্তার করে।
শনিবার (৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে খুলনা র্যাব-৬।
গ্রেপ্তার মোসলেম মোল্লা ঢাকার সভার উপজেলার দেওয়ান বাড়ি (বেগুনবাড়ি, আমিন বাজার) এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: প্রতিপক্ষের মারধর: মাদরাসা সভাপতির মৃত্যু, বাবা-ছেলে গ্রেপ্তার
গত ২৭ জানুয়ারি রাতে ওই নারী ধর্ষণের শিকার হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের সঙ্গে মোসলেম মোল্লা জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
ধর্ষণের শিকার ওই নারী কলেজে পড়ালেখার পাশাপাশি একটি কসমেটিকের দোকানে চাকরি করেন। ২৭ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় নৌকায় ধর্ষণের শিকার হন।
পরদিন ২৮ জানুয়ারি দুপুরে নৌকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এতে আরও জানানো হয়, এঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ধর্ষণ মামলার মূলহোতা মোসলেম মোল্লার অবস্থান সম্পর্কে জানতে পারে র্যাব। পরে র্যাব খুলনা-৬ এর একটি অভিযানিক দল বাগেরহাটের শরণখোলায় অভিযান চালিয়ে মোসলেম মোল্লাকে গ্রেপ্তার করে।
তাকে সাভার মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
আরও পড়ুন: কুমিল্লায় ২ কিশোর গ্যাংয়ের সংঘর্ষ: গ্রেপ্তার ১৬, অস্ত্র-ককটেল জব্দ