সাভারে আলাদা দুই সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
রবিবার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ও সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় সার্ভিস লেন দিয়ে সাভারের দিকে হেঁটে যাওয়ার পথে দ্রুতগতির একটি প্রাইভেটকার অর্চনা রানী সাহা (৩৯) ও হৃদয় রাখাল চন্দ্র (২৩) নামে দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
অন্যদিকে, সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেলে আনোয়ারুল ইসলাম (৩৫) নামের একজন বাসের হেলপার মারা যান।
সাভার হাইওয়ে থানার সার্জেন্ট শরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।