সিরাজগঞ্জ সদর উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে দাবি র্যাবের।
বুধবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে সদর উপজেলার সয়দাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১২।
গ্রেপ্তাররা হলেন- নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার নিমাইগাসারি গ্রামের মৃত সালাম সিকদারের ছেলে মো. ফারুক, নাটোরের লালপুর উপজেলার বৈদ্যনাথপুর মন্ডলপাড়া গ্রামের মো. ছফের মন্ডলের ছেলে মো. মারুফ ওরফে মারিফ মন্ডল ও কুড়িগ্রাম সদর উপজেলার মধুরমোড় ডাকবাংলা পাড়া গ্রামের শ্রী শ্যামল বৈরাগীর ছেলে শ্রী সনজিত বৈরাগী।
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার গণমাধ্যম কর্মকর্তা মো. উসমান গণি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল সোয়া ৬টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯০ বোতল ফেনসিডিল জব্দসহ নগদ ৭ হাজার ৩০০ টাকা, যাত্রীবাহী ১টি বাস ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।