সিরাজগঞ্জে গাঁজা বহনের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা জব্দের দাবি করেছে র্যাব-১২।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে সলঙ্গা থানার রানীনগর গ্রামের মের্সাস বোয়ালিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিণ বারইপাড়া গ্রামের মো. আতিকুল ইসলাম (৪২), কেতকিবাড়ী গ্রামের মো. লিটন মিয়া (২০) ও একই গ্রামের মো. জামিল ইসলাম (১৯)।
র্যাব-১২’র বিএন কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম আবুল হাশেম সবুজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে রানীনগর গ্রামের মের্সাস বোয়ালিয়া ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা জব্দসহ নগদ ২৭ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও ১টি ট্রাক জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।