সিলেট মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. সুরুজ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) দুপুরে নগরীর রিকাবীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিলেট কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ জানায়, শেখ সুরুজ আলী ছয়টি মামলার পলাতক আসামি। এর মধ্যে রয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা এবং অন্যান্য মামলা আরও কয়েকটি অপরাধ-সংশ্লিষ্ট মামলা। দীর্ঘদিন ধরেই তিনি গা ঢাকা দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাসহ অন্যান্য মামলাসহ সর্বমোট ছয়টি মামলার আসামি শেখ মো. সুরুজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।’