বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের সাথে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর রাত থেকেই নগরে চলতে শুরু করেছে অটোরিকশা।
সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল সংযোজনের পুলিশের নির্দেশনা বাতিলসহ ছয় দফা দাবিতে গত সোমবার থেকে ধর্মঘট শুরু করে জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
ধর্মঘট প্রত্যাহারের পর বুধবার রাত সাড়ে ৯টা থেকে নগরীসহ সিলেটের বিভিন্ন রাস্তায় সিএনজি অটোরিকশা চলাচল করতে শুরু করেছে।
আরও পড়ুন: সিলেটে তেল ও গ্যাস পাম্পে ধর্মঘটের ডাক
সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া হোসেন বলেন, সিলেট মহানগর পুলিশ ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সাথে আমাদের বৈঠক হয়েছে। তারা আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। তাদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।
এদিকে সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন শুরুর দাবিতে মঙ্গলবার সকাল থেকে তিনদিনের (৭২ ঘণ্টা) ধর্মঘট পালন করছে সিলেটের পরিবহন শ্রমিকরা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আরও পড়ুন: সিলেটে পরিবহন ধর্মঘটের ২য় দিন চলছে, ভোগান্তি চরমে
এদিকে সিলেট বিভাগের জ্বালানি তেলের পাম্পগুলোতে নিম্নমানের তেল সরবরাহের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স এজেন্ট অ্যান্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
আগামী রবিবার সকাল থেকে ৬ দফা দাবিতে এ ধর্মঘট পালনের ডাক দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে জ্বালানি তেল বিপণন কোম্পানির নিম্নমানের পেট্রোল সরবরাহ বন্ধ করা, আগের মতো সিলেট গ্যাস ফিল্ডের উন্নত মানের পেট্রোল সরবরাহ করা এবং জ্বালানি তেলের মান নিয়ন্ত্রণ করার জন্য সিলেটের প্রত্যেক ডিপোতে জ্বালানি তেল টেস্টিং ল্যাব স্থাপন করা।
আরও পড়ুন: সিসিকে ১০ মাসে তালাকের আবেদন বেড়েছে ৮ গুণ
এছাড়া, বিভিন্ন সরকারি সংস্থার হয়রানিমূলক আচরণ বন্ধের পাশাপাশি সরকারি অধিদপ্তরের পেট্রোল পাম্পে অভিযান পরিচালনাকালে অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও তেল বিপণন কোম্পানির প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আমিরুল ইসলাম মাসুদকে অবিলম্বে সিলেট থেকে প্রত্যাহার করার দাবির পাশাপাশি সরকারি অধিদপ্তরের দেয়া লাইসেন্স নবায়ন সহজ করারও আহ্বান জানান তারা।
আরও পড়ুন: সিলেটে চলমান ধর্মঘটে বিপাকে সাধারণ মানুষ