সিএনজি
বগুড়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৪
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিহতরা হলেন- অটোরিকশা চালক আবু তালেবের ছেলে হেফজুল (৪০), ওমরপুর গ্রামের তানসেনের ছেলে আব্দুল আলিম (২) এবং অটোরিকশার যাত্রী সাখাওয়াত হোসেনের ছেলে মিনহাজ রহমান (২০)।
স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে কুন্দারহাট বাসস্ট্যান্ডে বিপরীতমুখী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। এছাড়া এ ঘটনায় আহত আরও চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়।
কুন্দারহাট থানার উপপরিদর্শক (এসআই) হাসনাত আলী জানান, দুর্ঘটনার পর পরই ট্রাক ও অটোরিকশা সরিয়ে নেয়া হয় এবং হতাহতদের শজিমেক হাসপাতলে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সবজি ব্যবসায়ীর
রাঙ্গুনিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইকোপার্ক সংলগ্ন ফরেস্ট বিট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কাজী জুনায়েদ হোসেন রিফাত (২৫) উপজেলার আলমশাহপাড়া কাজী বাড়ি এলাকার মো. পুতুলের ছেলে। তিনি ওয়ান ব্যাংক-এর চন্দ্রঘোনা শাখায় কর্মরত ছিলেন।
আরও পড়ুন: সিলেটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩
পারিবারিক সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে লেকের তাজা মাছ নিতে কাপ্তাই গিয়েছিলেন রিফাত। সিএনজি অটোরিকশায় করে ফেরার পথে চন্দ্রঘোনা ইকোপার্ক সংলগ্ন ফরেস্ট বিটের কাছে এলে বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় রিফাত গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে নগরীর পার্কভিউ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী বলেন, দুর্ঘটনার খবরে আমি নিজে ঘটনাস্থলে গিয়ছি। ট্রাকটি নিয়ে চালক পালিয়েছে। এটি শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: জয়পুরহাটের ক্ষেতলালে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
জয়পুরহাটের ক্ষেতলালে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
জয়পুরহাটের ক্ষেতলালে জয়পুরহাট-ক্ষেতলাল সড়কে ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ সিএনজির পাঁচ যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার মালিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- সিএনজি চালক উপজেলার ইটাখোলা বাজারের আমজাদ হোসেন (৪২),শাখারুঞ্জ চৌধুরীপাড়া মহল্লার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস হোসেন, ক্ষেতলাল খাদ্যগুদাম মহল্লার শাহনাজ পারভিন(৪৫), ক্ষেতলাল উপজেলার বিআরডিবি অফিসের মাঠকর্মী শাহিনুর আক্তার(৩৮) ও নসিরপুর সাদরালপাড়া জামে মসজিদের ইমাম নওগাঁও ধামুরহাটের সিরাজুল ইসলাম।
আরও পড়ুন: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম জানান আজ সোমবার সকাল ১১টার দিকে জয়পুরহাট থেকে চালকসহ ৬ জন যাত্রী বোঝাই একটি সিএনজি ক্ষেতলাল যাবার পথে মালিপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহান আহত হয়। তাকে আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কাউখালীতে চাদের গাড়ি-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
জেলার কাউখালীতে চাদের গাড়ি-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. মাসুদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের রানিরহাট কাউখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
আহতরা হলেন-কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকার, ফারুকের মেয়ে ফারহানা আক্তার ইতি (২৪), সারোয়ারের মেয়ে আরপিনা সরকার প্রিয়া (২২), রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিল এলাকার, বেছন আলীর ছেলে মো. আজিম, কক্সবাজার রামু উপজেলার ফারুক আহমেদের ছেলে এলাহী বকস।
কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. ফরিদা বিনতে রহমান জানান, স্থানীয়রা আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। আনার পথে মো. মাসুদ মারা যান এবং আহত পাঁচজনের অবস্থা গুরুত্বর হওয়াতে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের রানিরহাট কাউখালী রাস্তার মাথায় চাদের গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে ও পাঁচজন গুরুত্বর আহত হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক চাদের গাড়ির ড্রাইভার পালিয়ে গেছে। ঘটনাটি রাঙ্গুনিয়া উপজেলায় হওয়াতে আমরা তাদের অবহিত করেছি।
আরও পড়ুন: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
লক্ষ্মীপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোফটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ পিকআপ ভ্যানের হেলপার এবং নুরনবী ইটভাটায় কাজ করতেন। এরা ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসার বাসিন্দা।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন যাত্রী নিয়ে সিএনজি চালক লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। পথে হঠাৎ লক্ষ্মীপুর থেকে দ্রুত বেগে আসা পিকআপের মুখোমুখি হয় সিএনজি। সংঘর্ষ এড়াতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়।
এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলে উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
এছাড়া নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ নিহত ৩
জানুয়ারিতে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
কুষ্টিয়ায় কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারীসহ আরও দুজন।
বুধবার সকাল ১০ টার দিকে ভেড়ামারা-আল্লারদরগা সড়কের বাকাপোল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মৃত লাল বাবুর ছেলে খন্দকার রুহুল আমিন (৬০) এবং একই এলাকার তুষ্টখার ছেলে মজনু আলী (৫৫) ।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
এ ঘটনায় মজনুর স্ত্রী হাবিবা খাতুন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনিসহ দু’জন যাত্রীকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা সম্ভব হলেও তার চালক পালিয়ে গেছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই র্যাবসহ নিহত ৩
কুমিল্লায় ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৪
কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজন দাঁড়িয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় লাকসাম-নোয়াখালী রেললাইনের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মাকছুদুর রহমান (৬৫), হাবিবুর রহমান (৩০), হাবিব মিয়া (২৫) ও মহিফুল বেগম (৩১)।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত ৩
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস সকাল ১০ টার দিকে খিলার তুঘুরিয়া এলাকা অতিক্রম করার সময় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পাশ্ববর্তী পুকুরে পড়ে।
এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত অবস্থায় হাতপাতালে চালক নিহত হয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উত্তর হাওলা ইউনিয়নের চেয়ারম্যান এম এ হান্নান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত তিনজন মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা গ্রামের বাসিন্দা। আরেক জনের বাড়ি নাঙ্গলকোট উপজেলায়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।
নিহতদের উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫
কুমিল্লায় বিয়ের আশ্বাসে বাড়ি থেকে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ৫
কুমিল্লায় ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত ৩
কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকাল ১০ টায় লাকসাম-নোয়াখালী রেললাইনের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাকছুদুর রহমান (৬৫), হাবিবুর রহমান ও মহিফুল বেগম। নিহতরা সবাই উত্তর হাওলা গ্রামের বাসিন্দা।
এসময় গুতর আহত অবস্থায় সিএনজি চালক মো শহিদ মিয়াকে হাসপাতালে নেয়া হয়।
আরও পড়ুন: চুয়াডাঙায় মোটরসাইলেক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস সকাল ১০ টার দিকে খিলার তুঘুরিয়া এলাকা অতিক্রম করার সময় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পাশ্ববর্তী পুকুরে গিয়ে পড়ে। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এরপর সিএনজি চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, তিনজন নিহত হয়েছে খবর পেয়েছি। ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। পরে বিস্তারিত বলতে পারবো।
আরও পড়ুন: বরগুনায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
গাজীপুরে সিএনজি স্টেশনের সিলিন্ডারবাহী গাড়িতে আগুন, দগ্ধ ৭
গাজীপুরে ফিলিং স্টেশনে থাকা সিলিন্ডারবাহী গাড়িতে অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে এ আগুন লাগে।
স্থানীয়রা জানায়, দগ্ধদেরকে প্রথমে স্থানীয় তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তোদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
চট্টগ্রামে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৭, আহত ৬
সোমবার চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী একটি বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাত সোয়া ৮টার দিকে পটিয়ার বাইয়ার জলুয়ার দিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. রাশেদুল ইসলাম বলেন, রাতে মহাসড়কের বাইয়ার জলুয়ার দিঘীর মাঝামাঝি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচ সিএসজি যাত্রী নিহত ও বাস এবং সিএনজির আট যাত্রী আহত হন।
তিনি আরও বলেন, আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দুজন যাত্রী মারা যান।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
রংপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত