সিএনজি
কিশোরগঞ্জে সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর বাজরা পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- কুলিয়ারচরের দাড়িয়াকান্দি গ্রামের বাসিন্দা সিএনজিচালক কালাম ওরফে কালাচাঁন এবং একই উপজেলার আবু হেলাল ভূঁইয়া।
আরও পড়ুন: ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ‘ককটেল বিস্ফোরণ’
স্থানীয়রা জানান, কিশোরগঞ্জগামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজির চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত হন আরও তিনজন।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া বলেন, লাশগুলো থানায় আনা হয়েছে এবং আহতদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
১ সপ্তাহ আগে
গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় সিএনজি যাত্রীর মৃত্যু
গাইবান্ধার পলাশবাড়ীতে সিএনজিতে ট্রাক্টরের ধাক্কায় জুয়েল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গার ঝিলবান্ধা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নড়াইলে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
নিহত জুয়েল মিয়া (৩০) পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বোডবাজার এলাকার বাবলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, জুয়েল মিয়া সিএনজি অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক্টর সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে জুয়েল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ বিষয়ে নিহতের স্বজনদের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত
১ মাস আগে
সিরাজগঞ্জের মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে নিহত ৬
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৫, আহত ৩
নিহতরা হলেন- রায়গঞ্জের ব্রাহ্মণ বয়রা গ্রামের আমজাদ হোসেনের ছেলে সিএনজি চালক রাশেদুল ইসলাম (২২), তাড়াশের ভাটড়া গ্রামের রমজান আলীর দুই ছেলে নুরুজ্জামান (৫২) ও তারেক রহমান (৫৫), একই গ্রামের মৃত নূর বক্সের দুই ছেলে রজাউল করিম (৬০) ও আব্দুল মজিদ (৫০) এবং একই গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৫৬)।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নলকা থেকে মাইক্রোবাসটি সিরাজগঞ্জ যাওয়ার পথে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট কুঠিরচর এসিআই মিলের সামনে পৌঁছলে বিপরীতমুখী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
আরও পড়ুন: ঝালকাঠিতে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
তিনি বলেন, এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও তিনজন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তিনজনের মৃত্যু হয়।
এছাড়া চালকসহ তিনজনের লাশ থানায় ও অপর তিনজনের লাশ ওই হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন ওসি।
আরও পড়ুন: নড়াইলে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
৩ মাস আগে
নাটোরে সিএনজি-ট্রাকের সংঘর্ষে নিহত ২
নাটোরের নলডাঙ্গায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিজিবি সদস্য মোক্তাদুল আলম ও ব্যাংকার খলিলুর রহমান নিহত হয়েছেন।
এসময় আহত হয়েছেন খলিলুর রহমানের স্ত্রী রুনা বেগমসহ আরও দুইজন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
মঙ্গলবার (২৫ জুন) বিকালে নলডাঙ্গা উপজেলার সাজির মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, সিএনজিতে করে নওগাঁ থেকে নাটোরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বলেন, এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন।
আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন বিজিবি সদস্য মোক্তাদুল মারা যান বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
৫ মাস আগে
নবাবগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
ঢাকার নবাবগঞ্জ ও দোহার আঞ্চলিক সড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আঞ্চলিক সড়কের খারশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত দুইজন হলেন, দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সাতভিটা গ্রামের বাসিন্দা শেখ আব্দুর রহমান এবং জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. শাহীন।
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
শাহিন দোহারের ইসলামপুর খালপাড় গ্রামের শেখ রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানায়, সিএনজিতে করে শনিবার সকালে দোহারের জয়পাড়া কলেজ মোড় থেকে পাঁচজন যাত্রী কেরানীগঞ্জের কদমতলীর দিকে যাচ্ছিল।
সিএনজিটি খারশুর তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমান ও শাহীনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
এছাড়া চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল বলেন, ঢাকার নবাবগঞ্জ সড়কের খারশুর তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত
৫ মাস আগে
চাঁদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় নারীসহ ৩ সিএনজিযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ গোগরা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
স্থানীয়রা জানান, বালুবাহী ট্রাক ও সিএনজি দ্রুত গতিতে যাচ্ছিল। সিএনজি ট্রাকটিকে অতিক্রম করার সময় সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন পুরুষ যাত্রী মারা যায়। সিএনজিতে বাকি চারজনকে দ্রুত চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়। চাঁদপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ ইউএনবিকে বলেন, তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজিটি অতিক্রম করতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায় এই দুর্ঘটনা ঘটে।
ওসি বলেন, সিএনজি ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ময়মনসিংহে বাসচাপায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সিএনজির ৩ যাত্রী নিহত
ময়মনসিংহে তেলবাহী লরির ধাক্কায় মাহিন্দ্রার ২ যাত্রী নিহত
৬ মাস আগে
সিলেটে সিএনজির চাপায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে মাইশা নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।
শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুলতানপুর সড়কের তেলিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নিহত মাইশা চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং প্রবাসী রিপন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মাইশা তার দাদার সঙ্গে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হয়। হঠাৎ করে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা দ্রুত গতিতে এসে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুন: পাপুয়া নিউগিনিতে ভূমিধসে শতাধিক মৃত্যুর দাবি
এমপি আনোয়ারুলের মৃত্যুরহস্য উদঘাটনে দুই দেশ একসঙ্গে কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী
৬ মাস আগে
হবিগঞ্জে সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আগুয়া গ্রামে সিএনজি অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জিলু মিয়া (৫০), সিএনজিচালক কাদির মিয়া (৩২) ও সিরাজ মিয়া (২৫)।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে চালক কাদির মিয়া ও স্ট্যান্ড ম্যানেজার বদরুল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে উভয় দলের লোক দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও হাসপাতালে নেওয়ার পর জিলু মিয়া মারা যান। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। এ ঘটনায় আগুয়া গ্রামে বাড়িঘর ভাঙচুরের খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার বদরুল মিয়া ও স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জনকে সিলেটে পাঠানো হযেছে। বাকিদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পিকআপের চাপায় নিহত ২
৭ মাস আগে
সিএনজি বিস্ফোরণ: চালকের পরিবারকে পররাষ্ট্রমন্ত্রীর সিএনজি উপহার
চট্টগ্রামের চন্দনাইশে সিএনজি বিস্ফোরণে নিহত চালক আবদুস সবুরের পরিবারকে একটি নতুন সিএনজি উপহার দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার পররাষ্ট্রমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে মন্ত্রীর সহধর্মিণী নুরান ফাতিমা ও ছোট ভাই খালেদ মাহমুদ নিহতের স্ত্রী রুমি আকতারের হাতে সিএনজির চাবি তুলে দেন।
আরও পড়ুন: মাদারীপুরে হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত ১, আহত ২
এসময় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী বলেন, পররাষ্ট্রমন্ত্রী নিজেই সিএনজি চালক সবুরের জীবন্ত দগ্ধের খবর দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি চিন্তা করেন নিহতের পরিবারের সদস্যদের বেঁচে থাকার জন্য একটা অবলম্বন প্রয়োজন, আর সেজন্য একটি নতুন সিএনজি কিনে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার চেষ্টা করব।
এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেন, আমাদের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন থেকে আমাদের এলাকা রাঙ্গুনিয়াসহ বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা দিয়ে থাকি।
তিনি আরও বলেন, সাতকানিয়ার পশ্চিম ঢেমশার সবুরের দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে। পরিবারটি আজ নিঃস্ব হয়ে গেছে। সেজন্য তাদের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করেছি।
এসময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ, সাতকানিয়া উপজেলার ৯ নম্বর পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন, ইউপি সদস্য নাছির উদ্দিন ও নিহতের মা ও দুই শিশু সন্তান।
উল্লেখ্য, গত ২৫ মার্চ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের মাজার পয়েন্ট সেতু এলাকায় সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে ভেতরেই দগ্ধ হয়ে আবদুস সবুর নিহত হন। তিনি সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি গ্রামের মফিজুর রহমানের ছেলে।
আরও পড়ুন: গরু চুরি করে নিতে না পারায় গরুকে কুপিয়ে জখম, হাতবোমা বিস্ফোরণ
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ১৭
৮ মাস আগে
সিএনজি স্টেশনের সময়ে পরিবর্তন
গ্যাস সরবরাহে নিম্নচাপের সমস্যা সমাধানের জন্য সিএনজি স্টেশনগুলোর সময়ে পরিবর্তন আনা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার পরিবর্তে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, ঈদ যাত্রায় পরিবহন চলাচলের সুবিধার্থে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ এপ্রিল থেকে আবারও সিএনজি স্টেশন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে।
৯ মাস আগে