স্বাস্থ্য বিভাগ, সিলেটের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১১৯ জনে। এ পর্যন্ত এ বিভাগে মারা গেছেন ১৩৯ জন।
বুলেটিন পর্যালোচনায় দেখা গেছে, বিভাগের চার জেলায় মঙ্গলবার সকাল পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮১১৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৪১৩ জন, সুনামগঞ্জে ১৫১৭ জন, হবিগঞ্জে ১১৮৯ জন এবং মৌলভীবাজারে ১০০০ জন আক্রান্ত হয়েছেন।
মরণঘাতী এ ভাইরাসে সিলেট বিভাগে এপর্যন্ত মারা গেছেন ১৩৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১১ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে।
বুলেটিন অনুযায়ী, বিভাগের চার জেলায় এ পর্যন্ত ৩৬২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১১২৫ জন, সুনামগঞ্জ জেলায় ১১৫০ জন, হবিগঞ্জে ৭৬৫ জন এবং মৌলভীবাজারে ৫৮৩ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের বুলেটিন থেকে আরও জানা যায়, চার জেলায় বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে চিকিৎসাধীন আছেন ১৫৬ জন। এর মধ্যে সিলেটে ৬৮ জন, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ৪৪ জন এবং মৌলভীবাজারে ২০ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, সিলেট জেলায় পরীক্ষা হচ্ছে বেশি; তাই শনাক্তও হচ্ছে বেশি। তবে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বয়োবৃদ্ধ এবং বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন এমন সংখ্যা বেশি। তিনি বলেন, প্রথমদিকে আক্রান্তের তুলনায় সিলেট জেলায় সুস্থতার হার কিছুটা কম হলেও এখন সুস্থতার সংখ্যাও বাড়ছে।