সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিফাউল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইলাশপুরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত শিফাউল (৩২) বালাগঞ্জের দক্ষিণ গহরপুর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে।
ওসি মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।