সিলেটে চিনি ‘চোরাচালানের’ অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩১৯ বস্তা ভারতীয় চিনি জব্দের দাবি করেছে শাহপরাণ থানা পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক যুবকেরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চমনাই গ্রামের হাবিবুর রহমান (২৭) ও একই উপজেলার জয় হোসেন (২২)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকের গতিরোধ করা হয়। পরে তাল্লাশি করলে ট্রাকটির ভেতরে বালুচাপা দেওয়া অবস্থায় ৩১৯ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়।
ট্রাকের ভেতর থেকে চিনির বস্তাগুলো জব্দ করে। জব্দ করা চিনির মূল্য ১৮ লাখ ৭৫ হাজার ৭২০ টাকা। এ সময় দুই যুবককে আটক করা হয়েছে বলেও জানান বলে জানিয়েছে পুলিশ।