সিলেটের গোলাপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ভাইয়ের হাতে মো. বাচ্চু আহমদ (৩২) নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার (১১ মে) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাচ্চু উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল ইন্দারপাড় গ্রামের মো. আখন আলীর ছেলে।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে। আটকরা হলেন- রণি আহমদ (২৮), তার স্ত্রী লিজা বেগম, মা ও বাবা মো. তোয়াহিদ আলী।
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোর গ্যাং নেতা খুন
নিহতের ভাই জুনেদ আহমদ বলেন, দেড় বছর ধরে জমি নিয়ে চাচাতো ভাইয়ের পরিবারের সঙ্গে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। জমিতে কেউ কোনো কাজ করতে পারবে না আদালতের এমন নিষেধাজ্ঞা রয়েছে।
তিনি আরও বলেন, ‘কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে রণি ঘটনার দিন জমিতে কাজ করতে থাকে। এ সময় বাচ্চু বাধা দিলে স্ত্রীর এগিয়ে দেওয়া বুজালী (চাপাতি) দিয়ে রণি চাচাতো ভাই বাচ্চু আহমদকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।’
এ সময় পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন মারা যান তিনি।
আরও পড়ুন: বিয়ে না দেওয়ায় মাকে খুনের ঘটনায় ছেলে গ্রেপ্তার
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করে। এ ঘটনায় আরও ২ জন পালিয়ে যান।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমিন বলেন, জায়গার সীমানা সংক্রান্ত বিরোধের জেরে খুনের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। পুলিশ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে বলে জানান তিনি।