সিলেটে চিনি চোরাচালানের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২৭৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করার দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দ করা চিনিরর বাজার মূল্য প্রায় ১৬ লাখ ১৭ হাজার টাকা।
বুধবার (১৯ জুন) সন্ধ্যায় নগরীর শাহপরাণ (র.) থানাধীন সুরমা বাইপাস-সংলগ্ন বিকেএসপির সামনের সড়কে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামি মো. রুবেল মিয়া (৩৫) হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গগভরাঙ্গারচর গ্রামের বাসিন্দা।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট-তামাবিল সীমান্ত এলাকা থেকে নগরের দিকে যাওয়া একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ত্রিপল দিয়ে মোড়ানো ২৭৫ বস্তা চিনি জব্দ করা হয়। প্রতিটি বস্তায় অন্তত ৪৯ কেজি করে মোট ১৩ হাজার ৪৭৫ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
প্রতি কেজি চিনির মূল্য ১২০ টাকা ধরলে জব্দ করা চিনির মূল্য প্রায় ১৬ লাখ ১৭ হাজার টাকা হবে বলে জানান উপকমিশনার সাইফুল ইসলাম।
এ ঘটনায় রুবেল মিয়াকে আসামি করে শাহপরাণ (র.) থানায় মামলা করা হয়েছে। তবে একমাত্র চালক ছাড়া আর কাউকে মামলায় আসামি করা হয়নি।
এ বিষয়ে শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘মামলায় শুধু চালককে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি রাখা হয়নি। কারণ চালক আর কারও নাম বলছে না। এমনকি মামলায় চোরাচালানে ব্যবহৃত ট্রাকের মালিককেও আসামি করা হয়নি।’