এদিকে নির্যাতনে গুরুতর আহত সাতক্ষীরার শিমুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কাজল রাণী সরকারকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর শাহপাড়ায় এ ঘটনাটি ঘটে।
সাতক্ষীরা সদর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১১ সালে রঞ্জনের কুমার সাথে কাজল রাণীর বিয়ে হয়। বিবাহের সময় নগদ পাঁচ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণসহ প্রায় চার লাখ টাকার জিনিসপত্র গ্রহণ করেন রঞ্জনের পরিবার। বিবাহের পর তাদের ঘর আলোকিত করে একটি কন্যা সন্তানেরও (৮) জন্ম হয়। কিন্তু সময়ের সাথে রঞ্জনের পরিবারের যৌতুকের দাবি বাড়তেই থাকে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে বিশেষ টাকার প্রয়োজন উল্লেখ করে স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা চায় রঞ্জন। টাকা দিতে অস্বীকার করায় রঞ্জন উত্তেজিত হয়ে শনিবার দুপুরে শহরের সুলতানপুর শাহপাড়ার বাসায় স্ত্রী কাজলের ওপর অমানুষিক নির্যাতন চালায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে নির্যাতনকারী ব্যাংক কর্মকর্তা রঞ্জন কুমার বৈদ্যকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।