মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
রাজনীতিবিদ গুলজার আহমদ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার হাতিয়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন তিনি।
১৯৭০ এর সাধারণ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে ন্যাপের প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। সুনামগঞ্জ-৩ আসন থেকে একই দলের প্রতীক নিয়ে ১৯৭৩ ও ১৯৭৯ তে নির্বাচন করেন। ১৯৯৬ এর নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে গুলজার আহমদের লাশ সিলেট নগরীর চৌকিদেখীর বাসায় এসে পৌঁছে। বুধবার বাদ আছর চৌকিদেখি জামে মসজিদে ও বাদ মাগরিব দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গুলজার আহমদের স্ত্রী সৈয়দা জেবুন্নেছা খাতুন ২৪ নভেম্বর সকালে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। মঙ্গলবার বাদ মাগরিব জানাজা শেষে তাকে দরগাহ কবরস্থানে দাফন করা হয়েছে।