সম্প্রতি মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের স্থানীয় 'লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মেয়েটির ভাষ্য, 'লক্ষ্মীপুর গ্রামের ইদ্রিস বিশ্বাসের ছেলে ইব্রাহিমের সাথে তার ৫ বছর ধরে প্রেমের সম্পর্ক। উভয় পরিবারের সম্মতি থাকায় সে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারিরীক সর্ম্পক গড়ে তোলে। আমি জানতে পারি তার পরিবার তাকে গোপনে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করছে। এ বাড়ির লোকজন আমার সাথে অমানুষিক নির্যাতন করছে যা সহ্য করার না। এ অবস্থা চলতে থাকলে ও স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যা ছাড়া আর কোন পথ আমার খোলা নেই।'
অভিযুক্ত ছেলের বাবা ইদ্রিস বিশ্বাস বলেন, 'মেয়েটির সাথে আমার ছেলের সর্ম্পকের কথা আমরা জানি না। আমার ছেলে কোনদিন আমাদের কাছে তাকে বিয়ের কথা বলেনি।'
তবে মেয়ের মায়ের অভিযোগ, 'কিছুদিন আগে আমার মেয়ের একবার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু ইব্রাহীম ও তার মা আমাদের বাড়িতে এসে তার সাথে বিয়ের কথা বলে বিয়ে ভেঙ্গে দিতে বলে। তাদের কথা বিশ্বাস করে আমি আমার মেয়ের বিয়ে ভেঙে দিই। এখন তারা আমাদের সাথে নানা রকম ছলচতুরি করছে।'
জগদল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার রবিউল ইসলাম বলেন,' আমার চেয়ারম্যান করোনা আক্রান্ত হওয়ায় তিনি বর্তমানে অসুস্থ। আমি তাকে বিষয়টি জানিয়েছি। উভয়পক্ষ থেকে এখনও কোনো সালিশ হয়নি। এ বিষয়ে গ্রামের কিছু মানুষের সাথে বসে আমি সমাধানের চেষ্টা করছি।'
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারকনাথ বিশ্বাস জানান, এ ব্যাপারে মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।