স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে প্রতিষ্ঠানের আধুনিকায়ন গুরুত্বপূর্ণ উল্লেখ করে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ বলেছেন, সমবায় ব্যাংককে ডিজিটাল প্লাটফর্মে পরিণত করতে হবে।
রবিবার (২৪ মার্চ) সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সম্মেলন কক্ষে ব্যাংকের কার্যক্রম অবহিতকরণ ও মত বিনিময় সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরও বলেন, সমবায় ব্যাংককে বর্তমান সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমবায়ভিত্তিক ব্যাংকে সমবায়ীদের উন্নয়নেই কাজ করবে। ব্যাংকটি প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যেককে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, সমবায়ের উন্নয়নে সমবায় ব্যাংককে শক্তিশালী করতে হবে। সমবায় ও বাংলাদেশ সমবায় ব্যাংককে একযোগে কাজ করতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে সফলতা আসবেই।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কর্মে নিষ্ঠা ও সততা থাকলে অবশ্যই ঘুরে দাঁড়াবে প্রতিষ্ঠানটি। পরবর্তী প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে একনিষ্ঠভাবে কাজ করতে
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ সমবায় ব্যাংকের অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ড. হুমায়রা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব হামিদা বেগম ও সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলাম।