একে একে ৪৯ বছর পেরিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ক্ষণেই মারা গেলেন এ বীর মুক্তিযোদ্ধা। মঙ্গলবার রাত পৌনে ১০টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলি গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি।
বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আকরাম আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আলতাফ হায়দার স্ত্রী, ছয় মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা শওকত আলী
১৯৭১ সালের ৮ ডিসেম্বর পটুয়াখালী শহরকে পাক হানাদার মুক্ত করে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আলতাফ হায়দার।
এদিকে, আজ বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বের অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবস। শোষণ-বঞ্চনার অবসান ঘটাতে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতার জন্য যে যুদ্ধ শুরু হয়েছিল, দীর্ঘ নয় মাস পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে তার সফল পরিণতি পায়।
বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনিতে শুরু হয় বিজয়ের উৎসব। চলতি বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিজয়ের এ উৎসব বড় পরিসরে উদযাপনের কথা থাকলেও বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে তা হচ্ছে না।
আরও পড়ুন: জামুকার অনুমোদনহীন বেসামরিক বীর মুক্তিযোদ্ধা গেজেট যাচাই ১৯ ডিসেম্বর
মুক্তিযোদ্ধাদের নামের আগে লিখতে হবে ‘বীর’, গেজেট প্রকাশ
বীর মুক্তিযোদ্ধা আবদুল হাননান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক