আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমম্বয়ক এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল হাননান খানের (৭৮) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার এক শোকবার্তায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলা এবং জেল হত্যা মামলার তদন্তে প্রধান সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আবদুল হাননান খানের আন্তরিকতা ও দক্ষতার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান আবদুল হাননান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে।
শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমম্বয়ক হিসাবেও আন্তরিকতা ও সাহসের সাথে কাজ করেছেন আবদুল হাননান।
বীর এই মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মুক্তির জন্য দোয়া কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।