হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-২ ও র্যাব-৯। পরে তাকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৭৪৪ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৩
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, র্যাব সেলিমকে পুলিশে হস্তান্তর করলে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২ ও ৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় আতাউর রহমান সেলিম এজাহারভুক্ত আসামি।
আরও পড়ুন: রাজধানীর শ্যামলী থেকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার