কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে মাছ ধরতে গিয়ে বর্ষার পানিতে ডুবে নিখোঁজ পল্লী বিদ্যুৎ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ২শ’ মিটার পশ্চিমে থেকে লাশটি উদ্ধার করে ডুবরীদল।
নিহত মোহাম্মদ হোসেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে এবং কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মিঠামইন জোনাল অফিসের সহকারী এনর্ফোসমেন্ট কোর্ডিনেটর (এইসি)।
আরও পড়ুন: তিস্তা নদী থেকে সুন্দরগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
পল্লীবিদ্যুৎ ও স্থানীয় সুত্র জানায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে মাছ ধরতে যান। এই সময় হাতের কব্জিতে বাঁধা জাল পানিতে ফেললে স্রোতের টানে জালসহ হাওরে পানিতে তলিয়ে যান। খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবরীরা তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করেন, পরে প্রবল স্রোত ও আলোস্বল্পতার জন্য উদ্ধার অভিযান বন্ধ রাখেন। পরে মঙ্গলবার সকালে আবার উদ্ধার অভিযান চালিয়ে দুপুর সাড়ে ১২টায় সড়কের ২শ’ মিটার পশ্চিম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর লাশ উদ্ধার
মিঠামইন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার বলেন, লাশ উদ্ধার হয়েছে। এখন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।