বরিশালে হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে বাস টার্মিনালে হামলা চালিয়ে অর্ধশতাধিক বাস ভাঙার অভিযোগ উঠেছে ব্রজমোহন (বিএম) কলেছের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ সময় পাল্টাপাল্টি হামলায় দুপক্ষের ৪০-৫০ জন আহত হওয়ার দাবি উঠেছে।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসটার্মিনালে এই ঘটনা শুরু হয়। রাত সোয়া ৮টায় এইদ রিপোর্ট লেখা পর্যন্ত হামলা-ভাঙচুর চলছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম।
বিএম কলেজ শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীরা বাস টার্মিনালে গেলে পরিবহন শ্রমিকদের হামলায় তাদের ২৫ জন আহত হন।
তবে শ্রমিকদের পক্ষ থেকে কোনোরকম হামলার ঘটনা অস্বীকার করা হয়েছে।