গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে রথখোলায় বঙ্গতাজ অডিটরিয়ামে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মুক্তিযোদ্ধাদের সমাবেশের উদ্বোধন ও প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেয়ার সময় তিনি এ কথা বলেন।
সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মো. রশিদুল আলম।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ।
মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘আগামী জানুয়ারিতে মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেয়া হবে। পরিচয়পত্রের পেছনে তারা কী কী সুযোগ সুবিধা পাবেন তা লেখা থাকবে।’
এছাড়া জানুয়ারিতে মুক্তিযোদ্ধাদের সকল কবর একই ডিজাইনে করে দেয়ার প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান তিনি।
‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৫ হাজার দু:স্থ মুক্তিযোদ্ধাকে ঘর-বাড়ি করে দেয়া হবে। যার প্রত্যেকটির মূল্য হবে ১৫ লাখ টাকা,’ বলেন মন্ত্রী।
অনুষ্ঠানে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার কয়েকজন মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও বর্তমানে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।