ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা ধরে বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। এসময় উভয়ঘাটে আটকে পড়ে শতাধিক পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন।
সকাল সাড়ে ৮টায় ঘন কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, মধ্যরাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে রাত আড়াইটার দিকে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় উভয়ঘাটে যানবাহন লোড করা ফেরিগুলোকে আটকে রাখা হয়।
এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাট দুইটিতে পারের অপেক্ষায় আটকে পড়ে শতাধিক যানবাহন। এর মধ্যে বেশিরভাগই পণ্যবাহী ট্রাক।
আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, ঘন কুয়াশা প্রাকৃতিক বিষয়। কুয়াশা না কেটে যাওয়া পর্যন্ত ফেরি চালানো সম্ভব হয়নি। সকাল সাড়ে ৮টায় কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করানো হয়।