পতেঙ্গা সৈকত
চট্টগ্রামে জাহাজ থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে একটি বিদেশি জাহাজ থেকে পড়ে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চীনা নাগরিক হু হাইকিয়াং (৩৮) মায়েকর্স জাকার্তা জাহাজের ক্রু হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর পানামার পতাকাবাহী জাহাজ ‘মায়েকর্স জাকার্তা’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য নিয়ে আসে। আজ সকালে বহির্নোঙরে নোঙর করতে গিয়ে ছিটকে সাগরে পড়ে যান হাইকিয়াং হু।
এ সময় কোস্টগার্ডকে খবর দেয়া হলে কোস্টগার্ডের টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নাবিক ‘হাইকিয়াং হু’কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জাহাজের স্থানীয় এজেন্ট আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত ও লাশ নিহতের নিজ দেশে পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক চীনা নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরের কাছে ডুবে গেছে পণ্যবাহী লাইটার জাহাজ
শ্রমিক গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে পরিবহন ধর্মঘট চলছে
চট্টগ্রামে চাঁদাবাজির অর্থসহ আটক ৫: র্যাব
৩ বছর আগে
চট্টগ্রাম বন্দরের কাছে ডুবে গেছে পণ্যবাহী লাইটার জাহাজ
চট্টগ্রামের পতেঙ্গার অদূরে বঙ্গোপসাগরে ডুবে গেছে একটি লাইটার জাহাজ। আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন এমভি টিটু-৭ নামে এ জাহাজটি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ডুবে যায় বলে জানায় জাহাজের নাবিকরা।বহির্নোঙ্গরে অবস্থান করা মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে আমদানীকৃত ইস্পাত শিল্পের কাঁচামাল (স্ক্র্যাপ) বোঝাই করে বন্দরে আসার সময় ডুবে যায় জাহাজটি। তবে এসময় পাশে থাকা আরেকটি জাহাজে উঠে রক্ষা পান ওই জাহাজের ১৩ জন নাবিক ও শ্রমিক।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: ডুবে যাওয়া লাইটার জাহাজ থেকে ৪ শ্রমিককে উদ্ধারজাহাজটি আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপ বহন করছিল বলে জানিয়েছেন বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহসভাপতি নবী আলম। তিনি বলেন, পণ্যবোঝাই করে পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে নোঙর করেছিল। দুপুরে তলা ফেটে জাহাজটিতে পানি উঠতে শুরু করে। পরে জাহাজের নাবিকরা স্থানীয় মাঝিদের সহায়তায় তীরে চলে আসেন।বাংলাদেশ নৌযান ফেডারেশনের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম জানান, ‘এমভি টিটু-৭ নামের একটি লাইটার জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে স্ক্র্যাপ নিয়ে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে যাচ্ছিল। পতেঙ্গা সৈকত এলাকায় জাহাজটি ডুবে গেছে। তবে কী কারণে জাহাজটি ডুবেছে, সেটি এখনও আমরা জানতে পারিনি। বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আরও পড়ুন: হাতিয়ায় লাইটার জাহাজ ডুবি, ২ নাবিক নিখোঁজ, উদ্ধার ৪এ দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে লাইটার জাহাজ ডুবে যাওয়ার ফলে বন্দর চ্যানেলের কোন সমস্যা হচ্ছে না। বন্দরের জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
৩ বছর আগে
করোনা আতঙ্ক: পতেঙ্গা সৈকতে পর্যটক সমাগম নিষিদ্ধ
করোনাভাইরাসের কারণে সতর্কতার অংশ হিসেবে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
৪ বছর আগে