মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
মাংস-ডিম আমদানিতে নিরুৎসাহিত করলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
মাংস ও ডিম আমদানি করতে বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে নিরুৎসাহিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
কোনো অবস্থাতেই মাংস ও ডিম আমদানি না করার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘এভাবে আমদানি করলে দেশিয় খামার ধ্বংস হয়ে যাবে।’
সোমবার( ১০ ফেব্রুয়ারি) সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, ‘বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এমনকি দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান গরুর মাংসের দাম সস্তা করার কথা বলে আমদানির জন্য অনুরোধ করে থাকেন।’
এ ধরণের আমদানির ফলে সংক্রামক রোগ জুনোটিক ডিজিজ দেশে প্রবেশের সম্ভাবনা থাকে বলে সতর্ক করেন তিনি।
উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় মাংস ও ডিম আমদানি করতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরামর্শ গ্রহণ করতে হবে। এ বিষয়টি নিশ্চিত করতে দ্রুতই বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।
খামারিদের সুবিধার জন্য কৃষি ব্যাংকের আদলে মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক প্রতিষ্ঠারও আগ্রহের কথা জানান তিনি।
তার ভাষ্যে, এ ব্যাংক গঠিত হলে খামারিরা ঋণের সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে, একদিকে তাদের আমদানি নির্ভরতা কমবে, অন্যদিকে প্রাণিসম্পদ খাতেও বৃদ্ধি পাবে উৎপাদন।
আরও পড়ুন: হাওর রক্ষায় কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে: মৎস্য উপদেষ্টা
এসময় তিনি গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধ এবং পিপিআর রোগ নির্মূলে টিকা দেওয়ার পরিধি বৃদ্ধির জন্যও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
উপদেষ্টা আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার তরুণদের জন্য নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করছে। এছাড়াও ৫ আগস্টে শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যদের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রকল্প গ্রহণ করে তাদের সহায়তায় কাজ করবে।’
৮০ দিন আগে
৭৭৯টি জলমহাল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে হস্তান্তর করছে ভূমি মন্ত্রণালয়
মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মাছের প্রাচুর্যতা বৃদ্ধির উদ্দেশ্যে সিরাজগঞ্জ ও পাবনা জেলার ৭৭৯টি জলমহাল (পুকুর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তরের উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়।
মঙ্গলবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে জলমহাল ব্যবস্থাপনা নীতি-২০০৯ অনুযায়ী ভূমি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে এই ব্যাপারে একটি সমঝোতা স্মারক সই হয়।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্বাছ উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ূমসহ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ
ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেলোয়ার হোসেন মাতুব্বর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ আনোয়ার হোসেন নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাভুক্ত মৎস্য অধিদপ্তর এসব পুকুর সংস্কার করে বিজ্ঞানসম্মত উপায়ে মাছের উৎপাদনশীলতা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করবে।
মৎস্য অধিদপ্তর স্থানীয় সমবায় সমিতির আওতাভুক্ত মাছ চাষিদের প্রশিক্ষণ প্রদান করারও উদ্যোগ গ্রহণ করবে। ‘নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এই কার্যক্রম বাস্তবায়ন হলে দেশে মাছের চাহিদা পূরণে অবদান রাখার সঙ্গে সঙ্গে উৎপাদিত সুস্বাদু দেশিয় প্রজাতির মাছ বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
দেশের অপার সম্ভাবনাময় জলজ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে স্থানীয় আপামর দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নেও অবদান রাখবে এই কার্যক্রম।
প্রসঙ্গত, ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ৩৯ হাজারের বেশি জলমহাল থেকে ইজারাবাবদ প্রতি বছর প্রায় ১০০ কোটি টাকার অধিক রাজস্ব আদায় হয় এবং এর থেকে আহরিত মাছ ও অন্যান্য জলজ প্রাণি দেশের আমিষের চাহিদা পূরণ করে। দেশের বিপুল পরিমাণ জনগোষ্ঠী বিভিন্নভাবে জলমহালের উপর নির্ভরশীল।
আরও পড়ুন: পাথরঘাটা বিএফডিসি ঘাটেই বিক্রি দেড় কোটি টাকার মাছ
চিংড়ি-মাছ রপ্তানিতে নগদ সহায়তা দিতে বিবি’র নতুন নীতিমালা জারি
৫৩৪ দিন আগে
১ নভেম্বর থেকে মাসের প্রথম রবিবার চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রতি মাসের প্রথম রবিবার জাতীয় চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। আর এই সুযোগ ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত থাকবে।
১৬৪৫ দিন আগে
বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষতি পুষিয়ে নিতে ব্যবস্থা নেয়ার নির্দেশ মন্ত্রীর
বন্যাকবলিত এলাকায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
১৭৩৬ দিন আগে
ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে একদিনে ২৬.৭২ কোটি টাকার বিক্রি
করোনা সংকটে দেশের খামারিদের উৎপাদিত দুধ, ডিম ও পোল্ট্রি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে একদিনে ২৬ কোটি ৭২ লাখ টাকা বিক্রি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
১৮২৯ দিন আগে
ভিজিএফের চাল পাবেন ৩ লাখের বেশি জেলে
ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকাকালীন দেশের ২০ জেলার ৯৬ উপজেলার ৩ লাখ ১ হাজার ২৮৮ জন নিবন্ধিত জেলের পরিবারকে সহায়তা করার জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় আবারও ২৪ হাজার ১০৩ দশমিক ০৪ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে সরকার।
১৮৪১ দিন আগে
করোনা সংকট মোকাবিলায় অনুদান দিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক প্রদত্ত ১ কোটি ১১ লক্ষ ৩৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন মন্ত্রী শ ম রেজাউল করিম।
১৮৫২ দিন আগে
মাছ উৎপাদন, বিপণন ও রপ্তানি অব্যাহত রাখার আহ্বান
করোনাভাইরাস সংকটেও মাছ উৎপাদন, সরবরাহ, বিপণন ও রপ্তানি অব্যাহত রাখার জন্য অংশীজনদের কাজ করার আহ্বান জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
১৮৫৩ দিন আগে
করোনাভাইরাস: জাতীয় চিড়িয়াখানা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ
পুরো বিশ্বে তাণ্ডব চালিয়ে যাওয়া করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার ঢাকার জাতীয় চিড়িয়াখানা বন্ধ করে দিয়েছে।
১৮৬৮ দিন আগে